স্পোর্টস ডেস্ক:: ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছে দুই দলই। জিম্বাবুয়ে চলমান অনূর্ধ্ব-১৯ ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ ফাইনাল খেলবে। তার আগে লিগ পর্বে দুই দলের লড়াইয়ে বাংলাদেশ জিতেছে ৫ উইকেটের ব্যবধানে।
হারারে স্পোর্টস ক্লাবে বাংলাদেশের বোলাররা জয়ের কাজটা আগেই সেরে রাখেন। দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে মাত্র ১৪৭ রানেই গুটিয়ে দেন। জবাবে খেলতে নামা বাংলাদেশ চাপে পড়লেও ম্যাচ জিতেছে। ৬৮ রানে পাঁচ উইকেট হারানোর পরও বাশির ও আব্দুল্লার ব্যাটে পাঁচ উইকেট হাতে রেখেই জয় পেযেছে।
টস হেরে ব্যাট করতে নামা দক্ষিণ আফ্রিক শুরু থেকেই চাপে পড়ে। দলীয় ২১ রানেই প্রথম উইকেট হারানো দলটি ৩৭.২ ওভারে ১৪৭ রানেই গুটিয়ে যায়। বাংলাদেশের দুর্দান্ত বোলিং তোপে সুবিধা করতে পারেননি প্রোটিয়া তরুণরা। দলের পক্ষে ইনিংস সর্বোচ্চ ৩৯ রানন করেছেন বেন্ডেল। দ্বিতীয় সর্বোচ্চ ৩৮ রান করেছেন পাউল জেমস। ১৮ রান এসেছে বিহানের ব্যাট থেকে।
বাংলাদেশের হয়ে সাজিদ চারটি ও বাশির দু’টি উইকেট লাভ করেন।
১৪৮ রানের টার্গেটে খেলতে নামা বাংলাদরশ ৬৮ রানেই পাঁচ উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে। তবে ষষ্ট উইকেটে বাশির ও আব্দুল্লা জুটি গড়ে দলের জয় নিশ্চিত করেন। ৩৬ বলে ৫২ রানে অপরাজিত থাকেন বাশির। হাফ সেঞ্চুরির ইনিংসটি সাজান ছয় চার ও তিনন ছক্কায়। পাঁচ চার ও এক ছক্কায় ৪৭ বলে ৪৩ রান করেন রিফাত। ২০ রানে অপরাজিত থাকেন আব্দুল্লাহ।
দক্ষিণ আফ্রিকার হয়ে মাজালা চারটি উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০