স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে খেলা হবে না নিউজিল্যান্ডের ব্যাটসম্যান ডেভন কনওয়ের। চোটের কারণে ফাইনাল ম্যাচ থেকে ছিটকে গেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচে আউটের পর মেজাজ হারিয়ে নিজের ব্যাটে ঘুষি মেরে বসেন কনওয়ে। আর সেখানেই তাঁর আঙ্গুলে চিড় ধরা পরে।
রোববার এবারের বিশ্বকাপের ফাইনালে অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামবে নিউজিল্যান্ড। এই ম্যাচে কনওয়ের বদলি হিসেবে কিউই একাদশে দেখা যেতে পারে টিম সেইফার্টকে।
এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত এক ম্যাচ খেলেছেন সেইফার্ট। পাকিস্তানের বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে মাত্র ৮ রান করেছিলেন তিনি। এরপর আর সুযোগ পান নি একাদশে।
অন্যদিকে কনওয়ে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে চারে ব্যাট করতে নেমে ৩৮ বলে ৪৬ রানের ইনিংস খেলে আউট হন। লিয়াম লিভিংস্টোনের বলে জস বাটলারের হাতে স্টাম্প আউট হলে সজোরে ঘুষি মারেন। আঙ্গুল ভেঙে শুধু বিশ্বকাপ থেকেই নয়, আসন্ন ভারত সফরেও খেলা হবে না তাঁর!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০