স্পোর্টস ডেস্কঃ শামসুন্নাহার জুনিয়রের পর নেপালের জালে আরেক গোল দিল বাংলাদেশ। এতে নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথমার্ধে ২-০ গোলে এগিয়ে গেল লাল সবুজের প্রতিনিধিরা। দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সোমবারের ফাইনালে শামসুন্নাহারের পর এবার কৃষ্ণা রানীর গোল। ম্যাচের ৪১তম মিনিটে তিনি বাঁ পায়ের শটে নেপালের জালে বল জড়ান।
নেপালের দর্শকদের প্রথমে স্তব্ধ করেন শামসুন্নাহার। ১০ মিনিটে সিরাত জাহান স্বপ্নার বদলি হিসেবে মাঠে নামেন তিনি। নেমেই তিন মিনিট পরই মনিকা চাকমার ক্রসে বল নেপালের জালে পাঠান শামসুন্নার। টুর্নামেন্টে এটিই নেপালের জালে প্রথম গোল। এর আগে কোনো গোল হজম করে নি স্বাগতিকরা। বিরতির আগে ব্যবধান বাড়ায় বাংলাদেশ। ৪২ মিনিটে নেপালের ভুল পাস থেকে সাবিনা খাতুন বল পেয়ে যান। সেই বল বাঁ পায়ের শটে ২-০ করে দেন কৃষ্ণা রানী সরকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০