নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পর্দা নামতে যাচ্ছে আজ। আসরের ফাইনালের লড়াইয়ে মাঠে নামতে যাচ্ছে সিলেট স্ট্রাইকার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স। মিরপুরের হোম অব ক্রিকেটে শিরোপা নির্ধারনী হাইভোল্টেজ এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬টায়। এর আগে ইতিমধ্যেই অনুষ্ঠিত হয়ে গেছে ম্যাচের টস।
আর সেই টস জিতেছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্স অধিনায়ক ইমরুল কায়েস। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে মাশরাফী বিন মোর্ত্তাজার নেতৃত্বাধীন সিলেট স্ট্রাইকার্স।
এই ম্যাচেই নির্ধারণ বিপিএলের নবম আসরের শিরোপা। যে জিতবে, তার হাতেই উঠবে ট্রফি। প্রথমবার বিপিএল খেলতে এসে শিরোপা লড়াইয়ের একেবারে শেষ ধাপে সিলেট। প্রথমবারের মতো জিততে চায় শিরোপা।
আর বর্তমান চ্যাম্পিয়ন কুমিল্লার এটি শিরোপা ধরে রাখার লড়াই। টুর্নামেন্টে চতুর্থবারের মতো ট্রফি জেতার একেবারে দ্বারপ্রান্তে ভিক্টোরিয়ান্সরা। তাই সিলেটের প্রথম নাকি, কুমিল্লার চতুর্থ সেটাই জানা যাবে এই ম্যাচে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা
Discussion about this post