স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের কিশোর ফুটবলাররা সাফ অনুর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ খেলতে ভারত সফরে যাচ্ছে। শুক্রবার বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল ভারতের উদ্দেশ্যে দেশ ছাড়বে। এবারের কিশোরদের সাফ চ্যাম্পিয়নশিপে স্বাগতিক দল ভারত।
আগামি ২৫ জুলাই থেকে ভারতের ভুবনেশ্বরে শুরু হবে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপ। স্বাগতিক ভারত, বাংলাদে< নেপাল, মালদ্বীপ ও শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২০ দল অংশ নেবে সাফের কিশোরদের এই চ্যাম্পিয়নশিপে।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন টেকিনক্যাল ডিরেক্টর পল স্মলিকে প্রধান কোচের দায়িত্ব দিয়ে সাফ অনূর্ধ্ব-২০ দল পাঠাচ্ছে ভারতে। এবারই প্রথম পল স্মলি কোনো দলের প্রধান কোচের দায়িত্ব নিলেন। তিনি দীর্ঘ দিন থেকে বাফুফের টেকনিক্যাল ডিরেক্টরের পদে আছেন। প্রধান এই কোচ বাফুফের এলিট একাডেমি ও প্রথম বিভাগ লিগ এবং প্রিমিয়ার লিগে খেলা ফুটবলারদের নিয়েই গঠন করেছেন অনূর্ধ্ব-২০ দল।
তবে দেশের দু’টি ক্লাব তাদের চারজন ফুটবলারকে ছাড়েনি সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের জন্য। পল স্মলির দলে সুযোগ পেয়ে ছিলেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসের দুই ফুটবলার ইয়াসিন আরাফাত ও রিমন হোসেন। মোহামেডান দল থেকে সুযোগ পেয়ে চিলেন আসিফ হোসেন ও শেখ মোরসালিন। তবে দু’টি ক্লাব তাদের ফুটবলারদের ছাড়েনি।
দেশ ছাড়ার আগের দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। সংবাদ সম্মেলনে অধিনায়ক তানভির হোসেন ও সহ-অধিনায়ক মঈনুল ইসলাম জানিয়েছেন, তাদের লক্ষ্যের কথা। বলেছেন, ফাইনাল খেলতে চান তারা।
দল নিয়ে আশাবাদী কোচ পল স্মলি বলেন, ‘এই দল গোছানোর প্রক্রিয়া আমরা জুনের শুরুর দিকে শুরু করেছিলাম। বাফুফে এলিট একাডেমি থেকে ১২ জন, চ্যাম্পিয়নশিপ লিগের ৫ জন এবং লিগ থেকে ৬ খেলোয়াড় নিয়েছি। দুর্ভাগ্যজনক লিগের খেলা চলায় বিপিএলের কিছু খেলোয়াড় আমরা পাইনি। যারা সুযোগ পেয়েছে তাদের সমানে আছে পারফর্ম করার সুযোগ। আমাদের প্রস্তুুতিও অনেক ভাল হয়েছে।’
এসএনপিস্পোটৃসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০