স্পোর্টস ডেস্ক:: চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম সেমিফাইনালে ভারতের বিপক্ষে চ্যালেঞ্জিং পূঁজি গড়েছে অস্ট্রেলিয়া। অধিনায়ক স্টিভেন স্মিথ ও অ্যালেক্স কেয়ারির হাফ সেঞ্চুরিতে অস্ট্রেলিয়া অলআউট হয়েছে ২৬৪ রানে।
জয়ের জন্য ভারতকে করতে হবে ২৬৫ রান।
দুবাইয়ে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক স্মিথ। তবে অধিনায়কের প্রত্যাশা মতো শুরু করতে পারেনিন ওপেনার কুপার কোনিলি। দলীয় ৪ রানে ইনিংসের তৃতীয় ওভারের শেষ বলে রানের খাতা খুলার আগেই সাজঘরে ফিরেন তিনি। অবশ্য শুরুর এই ধাক্কা সামলে নেয় অজিরা। অধিনায়ক স্মিথ ওপেনার ট্রাভিস হেডকে নিয়ে দ্বিতীয় উইকেটে ৫০ রানের জুটি গড়েন। ইনিংসের নবম ওভারের দ্বিতীয় বলে দলীয় ৫৪ রানে হেডের বিদায়ে ভাঙে সেই জুটি। পাঁচ চার ও দুই ছক্কায় ৩৩ বলে ৩৯ রান করেন এই ওপেনার।
তৃতীয় উইকেটে মার্কাস লাবুশনেকে নিয়ে স্মিথ আরো একটি হাফ সেঞ্চুরির জুটি গড়েন। তাদের ৫৬ রানের জুটি ভাঙে লাবুশেনের বিদায়ে। ইনিংসের ২৩তম ওভারের তৃতীয় বলে দলীয় ১১০ রানে ব্যক্তিগত ২৯ রানে লাবুশেনে ফিরেন প্যাভেলিয়নে। এক প্রান্ত আগলে রেখে স্মিথ দারুণ ব্যাট করতে থাকেন। চতুর্থ উইকেটে জস ইংলিশকে নিয়ে ৩৪ রানের জুটি গড়েন। ১২ বলে ১১ রানে জস ইংলিশ ফিরে গেলে সেই জুটি ভাঙে।
স্মিথ এবার অ্যালেক্স কেয়ারিকে নিয়ে আরো একটি হাফ সেঞ্চুরির জুটি গড়েন। যে জুটির কল্যাণে অজিরা পায় চ্যালেঞ্জিং পূঁজি। পঞ্চম উইকেটে ৫৪ রানের জুটি গড়ে এবার ফিরে যান অজি অধিনায়ক স্মিথ। দলীয় ১৯৮ রানে, ইনিংসের ৩৭তম ওভারের চতুর্থ বলে বিদায়ের আগে অজি অধিনায়ক ৯৬ বলে ৭৩ রানের দারুণ এক জুটি গড়েন। দায়িত্বশীল ইনিংসটি সাজান চার চার ও এক ছক্কায়।
স্মিথের বিদায়ের পর ঝড় তুলেন কেয়ারি। আট চার ও এক ছক্কায় ৫৭ বলে ৬১ রানে দারুণ ঝলমলে এক ইনিংস খেলে রানআউটে কাটা পড়েন তিনি। ৪৮তম ওভারের প্রথম বলে দলীয় ২৪৯ রানে তার বিদায়ে অষ্টম উইকেট হারায় অজিরা। শেষ পর্যন্ত ইনিংসের তিন বল বাকী থাকতে ২৬৪ রানে গুটিয়ে যায় দলটি।
ভারতের হয়ে মোহাম্মদ শামি তিনটি, বরুণ চক্রবর্তী ও রবীন্দ্র জাদেজা দু’টি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০