স্পোর্টস ডেস্কঃ ইতালিকে হারিয়ে লা ফাইনালিসিমা চ্যাম্পিয়ন হলো আর্জেন্টিনা। ফাইনালে লিওনেল মেসি-লাউতারো মার্তিনেজ-আনহেল ডি মারিয়ারা উপহার দিলেন নজরকাড়া নৈপুণ্য। তাতে ২০২২ সালের লা ফাইনালিসিমার শিরোপা নিজেদের করে নিল লিওনেল স্কালোনির শিষ্যরা। বুধবার রাতের ফাইনালে ইতালিয়ানদের ৩-০ গোলে হারিয়েছে কোপা আমেরিকা চ্যাম্পিয়নরা।
ম্যাচে সামনে থেকে নেতৃত্ব দিয়ে ম্যাচের সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতে নিয়েছেন সাতবারের ব্যালন ডি অর জয়ী তারকা মেসি। দলের তিন গোলের দুইটিতেই অ্যাসিস্ট করেছেন এই পিএসজির তারকা। ম্যাচে মেসির পাসেই প্রথম গোল করেছেন লাউতারো মার্টিনেজ। ২৮তম মিনিটে বক্সে ঢুকে মেসি বল বাড়িয়ে দেন মার্টিনেজকে। খুব কাছ থেকে ডান পায়ের শটে বল জালে জড়ান ইন্টার মিলানের এই ফরোয়ার্ড। আর একদম শেষ দিকে পাওলো দিবালার গোলেও ছিল মেসির সরাসরি অবদান।
এ দুই অ্যাসিস্টের বাইরে বারবার ইতালির রক্ষণে হানা দিয়েছেন মেসি। গোলরক্ষক জিয়ানলুইজি দোন্নারুমার দৃঢ়তায় বেশ কয়েকবার দারুণ আক্রমণ করেও গোল করতে পারেননি তিনি। পুরো ম্যাচে ৮ শট ও ৯২ শতাংশ পাস সঠিক দিয়েছেন। ৪টি গোলের সুযোগ তৈরি করেছেন মেসি। এছাড়া ৫টি ফাউল জিতে নিয়েছেন তিনি। দারুণ পারফরম্যান্সের পুরস্কার হিসেবে পেয়েছেন ম্যাচসেরার পুরস্কার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০