নিজস্ব প্রতিবেদক:: বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেটের নবম আসর শেষের পথে। ফাইনালের লড়াইয়ে এবার মাঠে নামছে প্লে-অফ নিশ্চিত করা চার দল। প্রথম কোয়ালিফায়ার ম্যাচে রোববার সন্ধ্যায় কুমিল্লার প্রতিপক্ষ সিলেট।
বিপিএলের শীর্ষ দুইল কুমিল্লা ভিক্টোরিয়ান্স ও সিলেট স্ট্রাইকার্স। ১২ ম্যাচের মধ্যে স্ট্রাইকার্সরা জিতেছে নয় ম্যাচ। তিন হার তাদের সঙ্গী। ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে থেকে প্লে-অফে নামছে দলটি। তাদের সমান সংখ্যক ম্যাচে সমান জয়-পরাজয়ে ১৮ পয়েন্ট নিয়ে নীট রানরেটে দ্বিতীয় হয়েছে কুমিল্লা।
লিগ পর্বের দুই দেখায় দুই দলের লড়াইও সমানে সমান। মিরপুরের হোম অব ক্রিকেটে মাশরাফী বিন মোর্ত্তজার সিলেট স্ট্রাইকার্স জিতেছিলো দুই ওভারেরও বেশি বল হাতে রেখে। ইমরুল কায়েসের কুমিল্লা ভিক্টোরিয়ান্স প্রতিশোধও নিয়েছে। ১৭ জানুয়ারি সাগরিকায় দ্বিতীয় দেখা ভিক্টোরিয়ান্সরাও ম্যাচ জিতে নেয় এক ওভার হাতে রেখে।
ফাইনালে যাওয়ার লড়াইয়ে দুই দলের একাদশেও আসছে একাধিক পরিবর্তন। বিদেশী ক্রিকেটাররা চলে গেছেন। নতুন করে বিদেশী আনছে দুই দল। মিরপুরের হোম অব ক্রিকেটে যারা জিতবে তারাই সরাসরি পৌঁছে যাবে ফাইনালে।
কুমিল্লা-সিলেটের কোয়ালিফায়ার ম্যাচে যে দল হারবে তাদের অবশ্য আরেকটা সুযোগ থাকবে। রংপুর রাইডার্স ও ফরচুন বরিশালের এলিমিনেটর ম্যাচে জয়ী দল খেলবে হারা দলের সঙ্গে। শনিবারের ম্যাচ হারলেও পরে আরেক দফা সুযোগ থাকবে তাদের হাতে।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post