নিজস্ব প্রতিবেদকঃ সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে শিরোপার লড়াইয়ে বাংলাদেশের মেয়েদের সামনে আজ শেষ বাধা নেপাল। বৃহস্পতিবার সন্ধায় শুরু হওয়া ম্যাচের প্রথমার্ধ ইতোমধ্যে শেষ হয়েছে। ঢাকার কমলাপুর বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে ফাইনালের প্রথমার্ধ শেষে ২-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশের মেয়েরা।
গোল করেছেন রিপা আক্তার ও শামসুন্নাহার জুনিয়র। ম্যাচের ৪৩তম মিনিটে বাংলাদেশকে এগিয়ে নেন রিপা। এই গোলের দুই মিনিটের মধ্যে ব্যবধান দ্বিগুণ করেন শামসুন্নাহার জুনিয়র। ৪৫তম মিনিটে গোলটি করেন তিনি।
বাংলাদেশ প্রথম দুই ম্যাচে নেপাল ও ভারতের বিপক্ষে যে একাদশ নিয়ে খেলেছিল, ফাইনালে সেই ১১ জনকেই বেছে নেন কোচ গোলাম রব্বানী ছোটন। শুরু থেকে নেপালের ওপর চড়াও হয়ে খেলেও গোল পাচ্ছিল না বাংলাদেশের মেয়েরা।
বাংলাদেশ একাদশ-
রূপনা চাকমা, শামসুন্নাহার, নাসরিন আক্তার, সুরমা জান্নাত, আফিদা খন্দকার, সোহাগী কিসকু, স্বপ্না রানী, মাহফুজা খাতুন, শাহেদ আক্তার রিপা, আকলিমা খাতুন ও ইতি খাতুন।
Discussion about this post