স্পোর্টস ডেস্কঃ ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৬তম আসরের শেষ চারের লড়াই শুরু হচ্ছে আজ থেকে। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজিভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতার এবারের আসরের প্রথম কোয়ালিফায়ারে মুখোমুখি গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ফাইনালে যাওয়ার লড়াইয়ে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।
এর আগে ইতোমধ্যে টস শেষ হয়েছে। যেখানে টস হেরেছেন চেন্নাই সুপার কিংস অধিনায়ক মাহেন্দ্র সিং ধোনি। টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন গুজরাট টাইটান্সের অধিনায়ক হার্দিক পান্ডিয়া। স্বাগতিক চেন্নাইকে তাই আগে ব্যাট করতে নামতে হবে।
আসরে দুই দলই শীর্ষ দুইয়ে থেকে শেষ করেছে। এর মধ্যে গুজরাট ১৪ ম্যাচ খেলে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের একেবারে শীর্ষে অবস্থান করছে। অপরদিকে চেন্নাই সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে সেরা চারে খেলা নিশ্চিত করেছে টেবিলের দুইয়ে থেকে।
এই ম্যাচে যারা জিতবে তারাই নিশ্চিত করবে ফাইনাল। যারা হারবে তাদের অবশ্য আরেকটি সুযোগ থাকবে। এলিমিনেটর বিজয়ী দলের সাথে খেলতে হবে দ্বিতীয় কোয়ালিফায়ার। সেই ম্যাচে জিততে পারলে রয়েছে ফাইনাল খেলার সুযোগ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা