স্পোর্টস ডেস্কঃ ইমার্জিং এশিয়া কাপের সেমি ফাইনালে মুখোমুখি লড়াইয়ে নামছে বাংলাদেশ ও ভারত। সেই ম্যাচটি অনুষ্ঠিত হবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে দিবা-রাত্রির এই ম্যাচ। ম্যাচ শুরুর আগে ইতিমধ্যেই হয়েছে টস।
আর সেই টস জিতেছেন বাংলাদেশ অধিনায়ক সাইফ হাসান। টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। যার ফলে আগে ব্যাট করতে নামছে যশ ধুলের নেতৃত্বাধীন ভারত।
যারাই জিতবে, তারা নিশ্চিত করবে আসরের ফাইনাল, এমন সমীকরণ নিয়েই মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও ভারত। দুই দলই বেশ আত্মবিশ্বাসী জয়ের ব্যাপারে। তবে অভিজ্ঞতার বিচারে বাংলাদেশ দল এই ম্যাচে এগিয়ে। কেননা ভারতের কারোরই আন্তর্জাতিক ক্রিকেটে খেলার অভিজ্ঞতা নেই। অপরদিকে বাংলাদেশের ক্রিকেটারদের বিশাল অংশ আন্তর্জাতিক ক্রিকেটে নিয়মিত খেলেছেন বা খেলছেন।
বাংলাদেশ একাদশ
সাইফ হাসান (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, সৌম্য সরকার, শেখ মেহেদী, আকবর আলি, রাকিবুল হাসান, তানজিম হাসান সাকিব ও রিপন মণ্ডল।
ভারত একাদশ
যশ ধুল (অধিনায়ক), সাই সুদর্শন, অভিষেক শর্মা, নিকিন যশ, রিয়ান পরাগ, নিশান্ত সিন্ধু, ধ্রুব জুরেল, মানব সুতর, যুবরাজসিং দদিয়া, হরষিত রানা ও রাজবর্ধন হ্যাঙ্গারগেকার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post