নিজস্ব প্রতিবেদকঃ ঘরের মাটিতে বিশ্বকাপ খেলতে নেমে রীতিমতো উড়ছে ভারত। একের পরে এক ম্যাচ জিতে ভক্তদের আনন্দে ভাসাচ্ছে দলটি। আর নিউজিল্যান্ড ভালো ছন্দ খুঁজে পাওয়ার পরেও পরপর ৪টি ম্যাচ হেরেছে। তবে সেমিফাইনালের জন্য দুদলই খুব সতর্ক অবস্থানে রয়েছে।
বুধবার বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হচ্ছে স্বাগতিক ভারত ও বিশ্বকাপের বর্তমান রানার্স আপ দল নিউজিল্যান্ড। আজ দুপুর আড়াইটায় ওয়াংখেড় স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। ফাইনালে যাওয়ার লড়াইয়ে নিজেদের সেরা ক্রিকেট খেলতে পারলে যে কোনো কিছুই হতে পারে, বলছেন নিউজিল্যান্ডের অধিনায়ক কেন উইলিয়ামসন।
মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে বুধবার ভারত-নিউজিল্যান্ডের ফাইনালে ওঠার লড়াই শুরু হবে দুপুর আড়াইটায়। এই ম্যাচের আগে উইলিয়ামসন ভারতকে সমীহের চোখেই দেখছেন। তিনি বলেছেন, ‘আন্ডারডগ বিষয়টি নিয়ে আপনারা যা লেখেন, তাতে খুব একটা পরিবর্তন হয়েছে বলে মনে হয় না। তবে সেটা ঠিক আছে। ভারত অসাধারণ খেলছে। সবচেয়ে ভালো দল না হলেও তারা সেরাদের একটি। তবে আমরাও জানি, নিজেদের দিনে যদি সেরা ক্রিকেট খেলতে পারি, তাহলে তা অবশ্যই আমাদের সেরা সুযোগ দেবে এবং যে কোনো কিছুই হতে পারে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post