স্পোর্টস ডেস্ক:: সাকিব আল হাসানের দল মোনার্ক পদ্মা ফ্র্যাঞ্চাইজি হকির ফাইনালে উঠেছে। মঙ্গলবার রূপায়ণ সিটি কুমিল্লাকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করে দলটি। আগের দিন প্রথম কোয়ালিফায়ারে কুমিল্লাকে হারিয়ে ফাইনালে উঠেছিলো একমি চট্টগ্রাম।
দ্বিতীয় কোয়ালিফায়ারেও সুযোগ কাজে লাগাতে পারেনি কুমিল্লা। মোনার্ক পদ্মার কাছে দলটি হেরেছে ৪-৩ গোলের ব্যবধান। মাওলানী ভাসানী হকি স্টেডিয়ামে দুই দলের ফাইনালে যাওয়ার লড়াইটা বেশ জমে উঠে। হাড্ডাহাড্ডি লড়াইয়ে শেষ পর্যন্ত ফাইনাল নিশ্চিত করে সাকিবের মালিকানাধীন কোম্পানী মোনার্কের দল।
মোনার্ক পদ্মার হয়ে হ্যাটট্রিকসহ চার গোল করেছেন বিদেশী মিয়া তানিমিতসু। তিনি একাই হারিয়ে দিয়েছেন কুমিল্লাকে। কুমিল্লার বিদেশী জোয়াকুইন মেনিনিও জোড়া গোল করেছেন। অধিনায়ক সবুজ করেছেন অন্য গোলটি।
দেশে প্রথমবারের মতো হচ্ছে হকির চ্যাম্পিয়ন্স ট্রফি। কর্পোরেট প্রতিষ্ঠানগুলো নিয়েছে আঞ্চলিক দলগুলো। দলের সাথে তাই নিজেদের নামও যোগ করার সুযোগ পেয়েছে এসব প্রতিষ্ঠান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০