স্পোর্টস ডেস্কঃ আল হিলালের কাছে সৌদি প্রো লিগের শিরোপা হারিয়ে আল নাসর স্বপ্ন দেখছিল কিংস কাপ নিয়ে। এই টুর্নামেন্টের ফাইনালে সেই আল হিলালকেই প্রতিপক্ষ হিসেবে পায় আল নাসর। আর এবারও আল হিলালের সঙ্গে পারল না ক্রিশ্চিয়ানো রোনালদোর দল।
উত্তাপ ছড়ানো ফাইনালে নির্ধারিত সময়ের পর অতিরিক্ত সময়েও ১–১ গোলে সমতায় ছিল ম্যাচ। টাইব্রেকারে ৫–৪ গোলে বাজিমাত করে আল হিলাল। তবে ফাইনালে জয়–হার ছাপিয়ে গেছে রোনালদোর কান্নায়। ম্যাচ শেষে দলের হারের পর মাঠেই কান্নায় ভেঙে পড়তে দেখা যায় পর্তুগিজ মহাতারকাকে।
আলেকসান্দার মিত্রোভিচের গোলে সপ্তম মিনিটেই এগিয়ে যায় আল হিলাল। ব্রাজিলিয়ান ম্যালকমের ক্রসে খুব কাছ থেকে হেড করে বল জালে জড়ান সার্বিয়ান এই ফরোয়ার্ড। ৫৬তম মিনিটে গোলকিপার দাভিদ ওসপিনা লাল কার্ড দেখায় বিপদ আরও বাড়ে আল নাস্রের। তবে ১০ জনের দল নিয়ে লড়াই চালিয়ে যায় তারা। নির্ধারিত সময়ের শেষদিকে নাটকীয়তা জমে ওঠে তুমুলভাবে।
৮৭তম মিনিটে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন আল হিলালের আলি আল-বুলায়হি। পরের মিনিটই আয়মান ইয়াহিয়ার গোলে সমতা ফেরায় আল নাস্র। ৯০তম মিনিটে লাল কার্ড পেয়ে বেরিয়ে যান আল হিলালের ফরাসি ডিফেন্ডার কালিদু কুলিবালি। তবে ৯ জন নিয়েও অতিরিক্ত সময়ে গোল হজম করেনি আল হিলাল। শেষ পর্যন্ত টাইব্রেকারেও জিতে যায় তারা। শেষ দুটি শট ঠেকিয়ে আল হিলালের নায়ক গোলকিপার ইয়াসিন বোনো।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post