স্পোর্টস ডেস্কঃ আমেরিকার মেজর লিগ ক্রিকেটের প্রথম সংস্করণে চ্যাম্পিয়ন হয়েছে এমআই নিউইয়র্ক। ফাইনালে নায়ক দলটির অধিনায়ক নিকোলাস পুরান। বাংলাদেশ সময় সোমবার সকালে ডালাসে এই ম্যাচে কুইন্টন ডি ককের ৫২ বলে ৮৭ রানের ইনিংসে সিয়াটল ওর্কাস ২০ ওভারে তোলে ১৮৩ রান।
রান তাড়ায় পুরানের রান উৎসবে নিউ ইয়র্ক ২৪ বল বাকি রেখেই জিতে যায় ৭ উইকেটে। পুরান খেলেছেন ৫৫ বলে অপরাজিত ১৩৭ রানের ইনিংস। এর আগে মাত্র ৪০ বলে ৬ চার ও ১০ ছক্কায় নিজের সেঞ্চুরি পূর্ণ করেন তিনি। টি-টোয়েন্টি ক্রিকেটে এটি পুরানের দ্বিতীয় সেঞ্চুরি। ফাইনালে ১৩৭ রানের মধ্যে তিনি ১১৮ রান বাউন্ডারি মেরেই নেন।
রান তাড়া করতে নেমে ইনিংসে তৃতীয় বলে রানের খাতা না খুলে উদ্বোধনী জুটি ভাঙার পর ক্রিজে নামেন পুরান। ৪০ বলে সেঞ্চুরি হাঁকানো এই ব্যাটার ম্যাচ শেষ করেই মাঠ ছাড়েন। এছাড়া ডেওয়াল্ড ব্রেভিস ও টিম ডেভিড ২০ ও ১০ রানের ইনিংস খেলেন। পাওয়ার প্লেতে-ই জয়ের ভিত গড়ে নিউইয়র্ক। ৬ ওভারে ১ উইকেটে ৮০ রান করে তারা। বাকি ১০ ওভার খেলে লক্ষ্য পূরণ করে দলটি।
টুর্নামেন্টের সেরা স্কোরও এদিন করেছেন পুরান। সব মিলিয়ে তার নামের পাশে ৩৮৮ রান। শীর্ষ ব্যাটারের মতো বোলারের তালিকাতেও এক নম্বরে নিউ ইয়র্কের পেসার ট্রেন্ট বোল্ট। টুর্নামেন্টে তিনি পেয়েছেন ২২ উইকেট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post