স্পোর্টস ডেস্ক:: শ্রীলঙ্কাকে হারিয়ে শুরু, ভারতেক হারিয়ে আরেক ধাপ এগিয়ে যাওয়া। আজই ফাইনাল নিশ্চিত করতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। ভারতে চলমান সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে আজ ভারতের প্রতিপক্ষ মালদ্বীপ অনূর্ধ্ব-২০ দল।
বাংলাদেশ দলের অধিনায়ত তানভীর হোসেন আগেই জানিয়েছেন, তারা সাফ কিশোরদের শিরোপা জিততে চান। মালদ্বীপ ম্যাচের আগের দিন বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় জানিয়েছেন, আজই মালদ্বীপকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করতে চায় তার দল।
বাংলাদেশ দল নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-২০ দলকে ১-০ গোলে হারায়। দ্বিতীয় ম্যাচে স্বাগতিক ভারতকে হারায় ২-০ ব্যবধানে। তৃতীয় ম্যাচের আগে তাই ফুরফুরে মেজাজে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। আজ মালদ্বীপকে হারালেই ফাইনাল নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের যুবাদের।
আত্মবিশ্বাসী বাংলাদেশ দলের অধিনায়ক তানভীর হোসেন ভিডিও বার্তায় বলেন, ‘সবার আগে আল্লাহর কাছে শুকরিয়া জানাই। যেভাবে আমরা আসর শুরু করতে চেয়েছিলাম সেভাবেই করতে পেরেছি। আমাদের পরিকল্পনা ছিল ম্যাচ বাই ম্যাচ এগিয়ে যাওয়া। তেমনটাই করতে পেরেছি। শুরুর দুই ম্যাচেই আমরা জয় নিয়ে গেছি।’
আজ ফাইনাল নিশ্চিত করতে চান জানিয়ে তিনি বলেন, ‘দুই ম্যাচ জয়ের ফলে আমাদের কাছে এখন ছয় পয়েন্ট রয়েছে। আগামিকালের (আজ) ম্যাচ জয় পেলে আমাদের ফাইনাল নিশ্চিত হবে। আশা করছি আগামি ম্যাচে আমরা জয় দিয়ে ফাইনালে উঠতে পারবো। এজন্য সকলের কাছে দোয়া চাই।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০