স্পোর্টস ডেস্কঃ নারী সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে রোববার নেপালের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। আসরের ফাইনালে এই প্রথম পরস্পরের মুখোমুখি হচ্ছে দু’দল। বিকেল সোয়া পাঁচটায় কাঠমন্ডুর দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টের ইতিহাসে এই প্রথম শিরোপা জয়ের হাতছানি নেপাল-বাংলাদেশের। এর আগে কোনো আসরে শিরোপার স্বাদ নিতে পারেনি এই দু’দল।
এই ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোচ গোলাম রব্বানী ছোটন ফাইনাল নিয়ে আশাবাদ ব্যক্ত করলেন। ফাইনাল খেলার জন্য বাংলাদেশ প্রস্তুত বললেন ছোটন, ‘আমাদের খেলোয়াড়রা ফাইনাল খেলতে প্রস্তুত। আমরা মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত। ফাইনালের জন্য আমাদের পরিকল্পনা আছে এবং সেই অনুযায়ী খেলবো।’
এই ফাইনালে দুই দলের কেউই এগিয়ে কিংবা পিছিয়ে নেই মনে করেন ছোটন, ‘আমাদের এতদিনের পারফরম্যান্সের দিকে তাকান, আমরা ভালো খেলেছি। ফাইনাল হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ, নেপালও শক্তিশালী দল। টুর্নামেন্টের শুরু থেকে বৃষ্টি প্রতিবন্ধকতা সৃষ্টি করেছে। তবে জয় আটকে রাখতে পারেনি। কাল আমাদের ফাইনাল ম্যাচ। এই ম্যাচে অনেক অভিজ্ঞতা অর্জন করতে পারবে দলের মেয়েরা। ক্রাউড, শাউট ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০