ফাইনাল খেলার স্বপ্ন নিয়ে কলম্বোয় ফিরল বাংলাদেশ দল

0
157

স্পোর্টস ডেস্কঃ এশিয়া কাপের সুপার ফোরের বাকি দুই ম্যাচ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে বাংলাদেশ দল। আজ বিকেল ৫টা ৩০ মিনিটে কলম্বোতে পা রাখে সাকিব আল হাসান-মুশফিকুর রহিমরা। কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে সুপার ফোরে নিজেদের বাকি দু’ম্যাচ খেলবে টাইগাররা। ৯ সেপ্টেম্বর প্রেমাদাসা স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। এরপর ১৫ সেপ্টেম্বর লাল-সবুজের প্রতিনিধিরা খেলবে ভারতের বিপক্ষে।

লাহোর থেকে আজ বাংলাদেশ দলের সাথে চার্টাড ফ্লাইটের একই বহরে ছিল পাকিস্তান ও স্বাগতিক শ্রীলঙ্কা। লাহোরে সুপার ফোরের প্রথম ম্যাচে লড়েছে বাংলাদেশ-পাকিস্তান। ম্যাচটি বড় ব্যবধানে হারে সাকিবের দল। যদিও আফগানিস্তান ম্যাচে বড় জয়ে সুপার ফোরে খেলার যোগ্যতা অর্জন করেছিল তারা। পাকিস্তান পর্বের অম্লমধুর স্মৃতি নিয়ে টাইগাররা ফিরে এলো লঙ্কা দ্বীপে।

প্রেমাদাসা স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডেতে জয় খরা ঘুচাতে আগামীকাল দুই ঘণ্টা অনুশীলনে ঘাম ঝরাবে বাংলাদেশ দল। বিকেল সাড়ে ৫টা থেকে দুই ঘণ্টা অনুশীলন করার কথা ক্রিকেটারদের। পরদিনই স্বাগতিকদের বিপক্ষে লড়বে টাইগাররা। ফাইনাল খেলার স্বপ্নে এই ম্যাচে জয়ের বিকল্প নেই তাদের। এই ম্যাচ জিতে ভারত ম্যাচেও জয়ের হাসি হাসতে হবে সাকিবদের। তাতে ফাইনালে খেলার স্বপ্ন পূরণ হবে।

এবারের এশিয়া কাপের বাকি অংশ বারবার বিঘ্নিত হওয়ার শঙ্কায় আছে বৃষ্টির কারণে। কলম্বোয় টানা বৃষ্টি হচ্ছে। সুপার ফোরের বাকি ম্যাচসহ ফাইনালেও বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। বাংলাদেশ এর আগে গ্রুপ পর্বের ম্যাচটি খেলেছিল পাল্লেকেলেতে। এবার নতুন মাঠে নতুন করে মানিয়ে নিতে হবে দলকে। তবে এখানে আগেও খেলেছে বাংলাদেশ। যদিও এখন পর্যন্ত এ মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে নয় ম্যাচ খেলে, সব ম্যাচেই বড় হারের যাতনা আছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here