স্পোর্টস ডেস্কঃ মুম্বাইয়ে সেমিফাইনাল জিতে ভারতীয় দল যখন আহমেদাবাদে আসে তখন থেকেই স্টেডিয়ামের পাশে দিন-রাত স্লোগানের পর স্লোগান দিয়েছেন সমর্থকরা। শত শত লোক ভীড় করছে। আজ আহমেদাবাদে ১ লাখ ৩২ হাজার আসনের সর্ববৃহৎ নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ভারত-অস্ট্রেলিয়া মহারণ। আর এই ফাইনালের নিরাপত্তায় নিয়োজিত থাকবেন ৬ হাজার পুলিশ। এমনটা নিশ্চিত করেছেন আহমেদাবাদের পুলিশ কমিশনার জিএস মালিক।
ফাইনাল দেখতে উপস্থিত থাকবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, অস্ট্রেলিয়ার ডেপুটি পিএম রিচার্ড মারলেসের মতো ব্যক্তিত্বরা। তাদের নিরাপত্তার জন্য স্টেডিয়ামে অন্য স্তরের নিরাপত্তাকর্মীরাও বহাল থাকবেন।মালিক সংবাদ সম্মেলন করে বলেছেন, ‘নির্ঝঞ্ঝাটে যেন সব আয়োজন শেষ করা যায় তাই ছয় হাজারেরও বেশি পুলিশ মোতায়েন করা হবে। এর মধ্যে তিন হাজার পুলিশকে স্টেডিয়ামের ভেতরে রাখা হবে। হোটেলসহ অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে থাকবেন বাকি তিন হাজার–যেখানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা অবস্থান করছেন।’
যেকোনো রাসায়নিক, তেজস্ক্রিয় ও নিউক্লিয়ার জরুরি অবস্থা সৃষ্টি হলে সেটা মোকাবেলা করার জন্য ‘ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)’-এর সদস্যদেরও মোতায়েন করা হবে। এদিকে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপনসহ বিভিন্ন বোর্ডের প্রধানদেরও দাওয়াত করা হয়েছে এবারের ফাইনালে। জানা গেছে ইতোমধ্যে বিসিবি প্রধান আহমেদাবাদে পৌঁছেছেন।