স্পোর্টস ডেস্ক:: ভারতের সাবেক টি-২০ অধিনায়ক রোহিত শর্মা পিচের মাটি খাচ্ছেন, এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ ভাইরাল হয়ে ছিলো। হঠাৎ করে কেন পিচের মাটি খেলেন বিশ্বকাপ জয়ী অধিনায়ক, এবার তিনি নিজেই সেই ব্যাখা দিলেন।
টি-২০ বিশ্বকাপের ফাইনালে সাউথ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে দ্বিতীয়বার শিরোপা জিতে ভারত। অধিনায়কত্বে রোহিতের প্রথম শিরোপা। এমন খুশির সময়ে রোহিত পিচের মাটি মুখে নেন।
সদ্য সাবেক ভারতের অধিনায়কের কাছে তখন মনে হয়েছিলো, এই মাঠের স্মৃতি চিরজীবন ধরে রাখার। ফাইনাল ভেন্যু বার্বডোজের কেনিংস্টন ওভাল যে তার কাছে বিশেষ কিছু। সেজন্যই এমনটা করেছেন তিনি।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের করা সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে রোহিত শর্মা পিচের মাটি খাওয়া নিয়ে বলেন, ‘পিচে যাওয়ার পর থেকেই মুহূর্তটা অনুভব করছিলাম। কারণ পিচটি আমাদের টি-টোয়েন্টি বিশ্বকাপ এনে দিয়েছে। এই পিচে খেলেই আমরা ফা্ইনাল জিতেছি। মাঠটি সারাজীবনের জন্য স্মরণে রাখতে চাই।
যে মাঠটিতে স্বপ্ন পূরণ হয়েছে সেই মাঠে ব্যতিক্রম কিছু করতেই তার এমন কাজ জানিয়ে বলেন, ‘মুহূর্তটা (বিশ্বকাপ জয়) আমার কাছে খুবই বিশেষ। এই মাঠেই আমাদের স্বপ্ন পূরণ হয়েছে। তাই ব্যতিক্রম কিছুটা একটা করতে চেয়েছিলাম।
বিশ্বকাপের জয়ের আনন্দে তাৎক্ষণিক এটা হয়েছে জানিয়ে তিনি বলেন,‘বিষয়টি আমি ব্যাখ্যা করতে পারব না। কারণ এটা আগে থেকেই ঠিক করে রাখা ছিল না। এটা তাৎক্ষণিকভাবে হয়ে গেছে।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post