স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশের স্পিনার আব্দুর রাজ্জাকের দুর্দান্ত বোলিংয়ে লিজেন্ডস লিগ ক্রিকেট মাস্টার্সে ওয়ার্ল্ড জায়ান্টসকে হারিয়ে চ্যাম্পিয়ন হলো এশিয়ান লায়ন্স। ফাইনালে ওয়ার্ল্ড জায়ান্টসকে ৭ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছে এশিয়ান লায়ন্স।
দোহার ওয়েস্ট এন্ড পার্ক ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করতে নামা ওয়ার্ল্ড জায়ান্টস রাজ্জাকের দুর্দান্ত বোলিংয়ে ১৪৭ রানে থামে। জবাবে ব্যাট করতে নামা এশিয়া লায়ন্স উপল থারাঙ্গা ও তিলকারত্মে দিলশানের হাফ সেঞ্চুরিতে মাত্র তিন উইকেট হারিয়ে জয় তুলে নেয়।
১৪৮ রানের টার্গেটে খেলতে নামা এশিয়ান লায়ন্স দুই ওপেনার থারাঙ্গা ও দিলশানের হাফ সেঞ্চুরিতেই উদ্বোধনী জুটিতে পেয়ে যায় ১১৫ রান। ইনিংস সর্বোচ্চ ৫৮ রান করেন তিলকারত্মে দিলশান। ৪২ বলে আট চারে সাজিয়েছেন নিজের ইনিংসটি। আরেক হাফ সেঞ্চুরিয়ান থারাঙ্গা তিন ছক্কা ও পাঁচ চারে ২৮ বলে করেছেন ৫৭ রান। এছাড়াও ৯ রান করে মোহাম্মদ হাফিজ ও মিসবাহ উল হকরা অপরাজিত থাকেন।
ওয়ার্ল্ড জায়ান্টসের হয়ে স্মিথ প্যাটেল ও ব্রেট লিরা ১টি করে উইকেট লাভ করেন।
টস জিতে ব্যাট করতে নামা ওয়ার্ল্ড জায়ান্টস জেকুলসের হাফ সেঞ্চুরিতে ৪ উইকেটে ১৪৭ রানে থামে। ৫৪ বলে ৭৮ রান করেন জেকুলস কেলিস। পাঁচটি চার ও তিনটি ছক্কায় সাজান নিজের ইনিংসটি। দ্বিতীয় সর্বোচ্চ ৩২ রান করেন রস টেইলর। ১৭ রান আসে লিন্ডল সিমন্সের ব্যাট থেকে।
এশিয়ান লায়ন্সের হয়ে ম্যাচ সেরা হওয়া আব্দুর রাজ্জাক ৪ ওভারে মাত্র ১৪ রান দিয়ে তুলে নেন ২টি উইকেট। থিসারা পেরেরা নেন ১টি উইকেট।
টুর্নামেন্ট সেরা হয়েছেন উপুল থারাঙ্গা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০