ফাতির গোলে এসি মিলানকে হারাল বার্সেলোনা

0
83

স্পোর্টস ডেস্কঃ প্রাক-মৌসুম প্রস্তুতি সফরে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে এসি মিলানকে হারাল বার্সেলোনা। বুধবার সকালে ইতালির ক্লাবটির বিপক্ষে ১-০ গোলে জিতেছে বার্সা। ম্যাচে একমাত্র গোলটি এসেছে দ্বিতীয়ার্ধে। গোলদাতা আনসু ফাতি।

এর আগে গত শনিবার এল ক্লাসিকোয় রিয়াল মাদ্রিদকে ৩-০ গোলে হারায় বার্সেলোনা। সেই ম্যাচে জালের দেখা পান উসমান দেম্বেলে, ফার্মিন লোপেস ও ফেরান তোরেস। এই সফরে নিজের প্রথম ম্যাচে আর্সেনালের বিপক্ষে ৫-৩ গোলে হেরেছিল লা লিগা চ্যাম্পিয়নরা।

আজ মিলানের বিপক্ষে ম্যাচে তুলনামূলক খর্ব শক্তির একাদশ নিয়ে মাঠে নামেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। শুরুতে তিনি খেলিয়েছেন ওরিয়ল রোমেউ-ফারমিন লোপেজদের। রবার্ত লেভানডফস্কি খেলেছেন দ্বিতীয়ার্ধে, বদলি হিসেবে। দল বদলের গুঞ্জন থাকা ওসমান দেম্বেলেকে অবশ্য মাঠে নামান নি জাভি।

এদিকে যুক্তরাষ্ট্র সফররত বার্সা তাদের প্রথম প্রস্তুতি ম্যাচ খেলতে পারেনি। গত ২৩ জুলাই জুভেন্টাসের বিপক্ষে মাঠে নামার কথা ছিল কাতালানদের। ম্যাচটি বাতিল হয় বার্সার ১৪ ফুটবলার অসুস্থ হয়ে যাওয়ার কারণে। জানা গেছে স্প্যানিশ ক্লাবটির খেলোয়াড়রা ম্যাচ খেলার অবস্থায় ছিলেন না। এরপর অবশ্য নির্ধারিত সূচি অনুযায়ী আর্সেনাল, রিয়াল মাদ্রিদ ও এসি মিলান ম্যাচে খেলেছে গত মৌসুমের লা লিগা চ্যাম্পিয়নরা।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here