স্পোর্টস ডেস্কঃ নারীদের ওয়ানডে ক্রিকেটে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ের দেখা পেয়েছেন ফারজানা হক পিংকি। সদ্য সমাপ্ত দক্ষিণ আফ্রিকা সফরে পারফর্ম করে এই র্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন এই ডানহাতি ব্যাটার। আইসিসির সবশেষ প্রকাশিত র্যাঙ্কিং তালিকায় ফারজানা সাফল্যের পুরষ্কার পেয়েছেন।
বর্তমানে ফারাজানা ব্যাটারদের র্যাঙ্কিংয়ে ১৩ নম্বরে উঠে এসেছেন। যেটি কিনা তার ক্যারিয়ার সেরা র্যাঙ্কিং। ফারাজানার নামের ৫৮৫ রেটিং পয়েন্ট। এর আগে তিনি ছিলেন ১৫ নম্বরে। বাংলাদেশের ব্যাটারদের মধ্যে ফারজানাই সবার উপরে।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে হারে বাংলাদেশ। তবে সিরিজের প্রথম ম্যাচ জিতে সম্ভাবনা জাগিয়েছিল টাইগ্রেসরা। আর সেই ম্যাচেই দারুণ এক সেঞ্চুরি হাঁকান ফারজানা। ১০২ রানের অনবদ্য ইনিংস খেলেন। যার কল্যাণেই র্যাঙ্কিংয়ে উন্নতি করতে পেরেছেন তিনি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা































Discussion about this post