স্পোর্টস ডেস্কঃ টিকতে পারলেন মেহেদি হাসান মিরাজও। নিউজিল্যান্ডের পেসার লকি ফার্গুনসনের শর্ট বল উড়িয়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়েছেন তিনি। টানা শর্ট বল মেরে যাওয়া কিউই পেসারের বলে পুল করতে গিয়ে ফাইন লেগে ক্যাচ দেন মিরাজ। দলীয় ৫৬ রানে তৃতীয় উইকেত হারাল বাংলাদেশ।
তিনে নেমে মিরাজ ৩০ রান করতে খেলেছেন ৪৬ বল। এর আগে ইনিংসের প্রথম বলেই ফিরে যান ওপেনার লিটন দাস। ম্যাচের প্রথম বল থেকে বিপদ পিছু লেগে আছে বাংলাদেশের। ইনিংস বড় করতে পারেন নি আরেক ওপেনার তানজিদ হাসান। ১৬ রানের বেশি করতে পারেন নি তিনি।
বাংলাদেশ একাদশ– তানজিদ হাসান তামিম, লিটন কুমার দাস, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, সাকিব আল হাসান (অধিনায়ক), মুশফিকুর রহিম (উইকেটকিপার), তাওহীদ হৃদয়, মাহমুদউল্লাহ রিয়াদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মুস্তাফিজুর রহমান।
নিউজিল্যান্ড একাদশ- ডেভিড কনওয়ে, কেইন উইলিয়ামসন (অধিনায়ক), রাচিন রবীন্দ্র, টম লাথাম (উইকেটকিপার), ড্যারেল মিচেল, গ্লেন ফিলিপস, মিচেল স্যান্টনার, মার্ক চ্যাপম্যান, লকি ফারগুসন ও ট্রেন্ট বোল্ট।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০