স্পোর্টস ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে আগেই বিদায় নিশ্চিত হওয়া নিউজিল্যান্ড নিয়মরক্ষার ম্যাচে পেয়েছে বড় জয়। গতরাতে কিউইরা ত্রিনিদাদে পাপুয়া নিউগিনিকে ৭ উইকেটে হারিয়েছে। এই ম্যাচে দুর্দান্ত বোলিং করে রেকর্ডের পাতায় নাম লিখিয়েছেন লকি ফার্গুসন। ব্রায়ান লারা স্টেডিয়ামে পাপুয়া নিউগিনির বিপক্ষে ৪ ওভার বল করে ৪টিই মেডেন নেওয়ার কীর্তি গড়েছেন এই পেসার। কানাডার সাদ বিন জাফরের পর মাত্র দ্বিতীয় বোলার হিসেবে এই কীর্তি গড়া ফার্গুসন কোনো রান দিয়ে নিয়েছেন ৩ উইকেটও।
টস হেরে ব্যাট করতে নেমে একদমই সুবিধা করতে পারেনি পাপুয়া নিউগিনি। দলটির সবমিলিয়ে তিনজন ব্যাটার দুই অঙ্কের ঘরে নিয়ে যেতে পারেন ব্যক্তিগত সংগ্রহ। তিনে খেলতে নামা চার্লস আমিনি ও সাসে বাউ যথাক্রমে ২৫ বলে ১৭ ও ২৭ বলে ১২ রান করেন। এর বাইরে শেষদিকে ১৩ বলে ১৪ রান আসে নুরমান ভানুয়ার ব্যাট থেকে। শেষ পর্যন্ত ১৯.৪ ওভারে ৭৮ রানে গুটিয়ে যায় তারা। লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড। স্কোরকার্ড চালু হওয়ার আগেই ফিন অ্যালেনের উইকেট হারায় কিউইরা। লক্ষ্য ছোট ধীরেসুস্থে খেলে সামনের দিকে আগাতে থাকেন কেন উইলিয়ামসন ও ডেভন কনওয়ে। এই জুটিতে আসে ৩১ বলে ৩৪ রান। এরপর ড্যারিল মিচেলকে নিয়ে ১৮ বলে ২৫ রানের অপরাজিত জুটি করে দল জিতিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন।
এদিকে কানাডার নিখিল দত্ত ও সিয়েরা লিওনের আব্বাস গব্লার পর আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তৃতীয় বোলার হিসেবে শূন্য রানে ৩ পেলেন ফার্গুসন। দত্ত ও গব্লার অবশ্য মাত্র ১ ওভার বল করেছিলেন। এছাড়া বিশ্বকাপে সবচেয়ে মিতব্যয়ী বোলিংয়ের রেকর্ড এটি। টি-টোয়েন্টিতে এক ম্যাচে ৪ মেডেন নেওয়া দ্বিতীয় বোলার ফার্গুসন। সোমবার সকালেই নেপালের বিপক্ষে বাংলাদেশি পেসার তানজিম হাসান সাকিব ২১ ডট বল দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে সর্বোচ্চ ডট দেওয়ার রেকর্ড গড়েছিলেন। ২৪ ঘণ্টাও তানজিম সেই রেকর্ডের মালিক থাকতে পারলেন না। ফার্গুসন ডট বল দিয়েছেন ২৪টি!
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post