স্পোর্টস ডেস্ক:: বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ব্যবস্থাপনায় আয়োজিত ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে বিসিএপিসি ও ইনসার্ভ। বুধবার পৃথক দুই সেমিফাইনাল জিতে ফাইনাল নিশ্চিত করেছে দল দু’টি।
বিসিবির ব্যবস্থাপনায় পূর্বাচলের শেখ হাসিনা স্টেডিয়ামে এই টুর্নামেন্টের সেমিফাইনালে ইনিসার্ভ হারিয়েছে চট্টগ্রাম ফিজিক্যালি চ্যালেঞ্জ ক্রিকেট টিমকে অন্য সেমিফাইনালে গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব ফিজিক্যালি চ্যালেঞ্জড ক্রিকেট টিম হারিয়েছে বাংলাদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশন ফর দ্য ফিজিক্যালি চ্যালেঞ্জ (বিসিএপিসি) দলকে।
শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটারদের এই টুর্নামেন্টের ফাইনাল আগামিকাল ১৮ মে অনুষ্টিত হবে মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০
Discussion about this post