স্পোর্টস ডেস্ক:: বিপিএলে দুর্দান্ত পারফর্ম করেছেন নাসির হোসেন। ১২ ম্যাচে ব্যাট হাতে ৩৬৬ রানের সঙ্গে বল হাতে ১৬ উইকেট। বিপিএল টপ স্কোরারদের একজন ছিলেন নাসির। বিপিএলে পারফর্ম করা ৫ জন এসেছেন টি-২০ দলে। তবে জায়গা হয়নি নাসির হোসেনের।
রংপুরের হয়ে দারুণ খেলা রনি তালুকদার আট বছর পর ফিরেছেন জাতীয দলে। সিলেটের দুই তারকা তৌহিদ হৃদয়, রেজাউ রহমান রাজাও ইংল্যান্ডের বিপক্ষে টি-২০ স্কোয়াডে সুযোগ পেয়েছেন। দলে ফিরেছেন শামীম পাটোয়ারী। কুমিল্লার তানভীর ইসলামও বল হাতে বিপিএলে দারুণ করে এখন জাতীয় দলে।
তবে নাসিরের দলে সুযোগ না পাওয়াতে অনেক আলোচনা হচ্ছে। কেন তিনি টি-২০ দলে ডাক পেলেন না? বাংলাদেশ ক্রিকেট বোর্ডের দায়িত্বশীল কেউ এনিয়ে মন্তব্য করেননি। বিসিবির নির্বাচকেরাও সরাসরি কিছু বলছেন না।
তবে এবার প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ইঙ্গিত দিয়েছেন কেন নাসিরকে দলে নেওয়া হয়নি। ইঙ্গিতে তিনি জানিয়েছেন, ফিটনেসের কারণেই মি. ফিনিশারের জায়গা হয়নি জাতীয় দলে। তবে সরাসরি নাসিরের কথা বলেননি তিনি। এই অলরাউন্ডারের দলে না থাকার বিষয়ে জানতে চাইলে একটি গণমাধ্যমকে তিনি কারো নাম না নিয়েই জানিয়ৈছেন, ফিটনেসের কারণেই অনেককে দলে নেওয়া হয়নি।
প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু ওই গণমাধ্যমকে বলেন, ‘ ‘বয়স কোনো ব্যাপার না। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ফিটনেস। কারণ, এখন আন্তর্জাতিক ক্রিকেটে প্রচুর পরিমাণে ম্যাচ থাকে। তার সাথে সাথে খেলোয়াড়েরা ফ্র্যাঞ্চাইজি লিগ, ঘরোয়া ক্রিকেটেও খেলেন। এর মধ্যে ফিটনেস ধরে রাখাটা খুবই গুরুত্বপূর্ণ। এ জায়গায় নিজেকে ফিট রাখতে পারাটাই মূল। আমরা নির্বাচক প্যানেল অনেক ব্যাপার নিয়ে আলোচনা করে এরপরই সিদ্ধান্ত নিয়ৈছি।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post