ফিটনেস টেস্টে সেরা শান্ত, মানদণ্ড পেরোতে পারেননি মাহমুদউল্লাহ

0
77

নিজস্ব প্রতিবেদকঃ জাতীয় দল ও এর আশেপাশে থাকা ক্রিকেটারদের নিয়ে ফিটনেস ক্যাম্প চলছে মিরপুরের হোম অব ক্রিকেটে। বৃহস্পতিবার ইয়ো ইয়ো টেস্টের মাধ্যমে ফিটনেস পরীক্ষায় অংশ নেন ২১-২২ জন ক্রিকেটার। আর সেখানে মানদণ্ড রাখা হয় ১৮.৬।

বেশিরভাগ ক্রিকেটারই ১৭-১৮’র মধ্যে পেয়েছেন। সর্বোচ্চ ১৯.৫ পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। টাইগারদের বাঁহাতি এই ব্যাটার সবার শীর্ষে অবস্থান করছেন। শান্ত ছাড়াও ১৯’র উপর পেয়েছেন আরও দুই ক্রিকেটার। তারা হলেন তানজিম হাসান সাকিব ও মেহেদী হাসান মিরাজ।

ইয়ো ইয়ো টেস্টে সর্বনিম্ন স্কোর ১৬.৫। শামীম হোসেন পাটোয়ারি সেই সর্বনিম্ন স্কোর পেয়েছেন। এদিকে জাতীয় দলের জন্য আলোচনায় থাকা মাহমুদউল্লাহ রিয়াদ মানদণ্ড পেরোতে পারেননি। তবে আবার একেবারে খারাপও করেননি তিনি। এই তারকা ১৭’র মতো পেয়েছেন।

ফিটনেস পরীক্ষার সাথে অবশ্য জাতীয় দলে ডাক পাওয়া, না পাওয়ার কোনো সম্পর্ক থাকছে না। শুধুমাত্র ক্রিকেটারদের ফিটনেস অবস্থা জানার জন্যই এই ইয়ো ইয়ো টেস্ট। এই ফিটনেস টেস্টের তত্বাবধানে ছিলেন জাতীয় দলের ট্রেনার নিক লি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here