নিজস্ব প্রতিবেদকঃ পাকিস্তানের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে পাঁচে নামানো হয় অভিজ্ঞ মাহমুদউল্লাহ রিয়াদকে। আর ব্যাটিং অর্ডারে উন্নতি হওয়া এই ডানহাতি হাঁকান ফিফটি। কলকাতায় ৫৮ বলে ক্যারিয়ারের ২৮তম ফিফটি করেন মাহমুদউল্লাহ। এর আগে লিটন দাসের সঙ্গে গড়েন ৮৯ বলে ৭৯ রানের জুটি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধ্বংসস্তূপে দাঁড়িয়ে দুর্দান্ত এক সেঞ্চুরি হাঁকান মাহমুদউল্লাহ। আজ পান ফিফটির দেখা। চলতি আসরে এটি তার দ্বিতীয় পঞ্চাশ ছোঁয়া ইনিংস। আগামী চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা নিশ্চিত করার ম্যাচে শুরুতে চাপে পড়ে বাংলাদেশ। তবে সেই চাপের সময় মাঠে নেমে রানের চাকা সচল রাখার কাজটা করেন মাহমুদউল্লাহ।
ফিফটির পর অবশ্য ইনিংস আর বড় করতে পারেন নি মাহমুদউল্লাহ। ৭০ বলে ৫৬ রান করে শাহিন আফ্রদির বলে বোল্ড হয়ে যান তিনি। বাঁহাতি পেসারের দারুণ এক ডেলিভারিতে বোল্ড হন তিনি। লেংথ বলের লাইনে যেতে পারেননি অভিজ্ঞ এই মিডল অর্ডার ব্যাটার। প্যাড ছুঁয়ে বল আঘাত হানে মিডল স্টাম্পে। ভাঙে ৫৯ বল স্থায়ী ২৮ রানের মন্থর জুটি।
চলতি বিশ্বকাপে মাহমুদউল্লাহর ইনিংসগুলো যথাক্রমে- ৪১*, ৪৬, ১১১, ২০, ৫০*! বিশ্বকাপে ব্যাটিংয়ে বলতে গেলে একমাত্র উজ্জ্বল তিনিই, যিনি ধারাবাহিক। অথচ বিশ্বকাপ দলে তাঁর জায়গা পাওয়া নিয়ে কম জলঘোলা হয় নি! আর সুযোগ পেয়েই বাজিমাত করলেন অভিজ্ঞ এই ব্যাটার। ৫৮ বলে ফিফটির পথে ৬ চার ও ১ ছক্কা হাঁকান মাহমুদউল্লাহ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০