স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ফুটবলে নতুন নিয়ম জারি হলো। গোলরক্ষক বল ধরার পর ৮ সেকেন্ডের বেশি সময় বল হাতে রাখতে পারবেন না। নির্ধারিত ৮ সেকেন্ড অতিক্রম করলেই প্রতিপক্ষ পাবে একটি কর্ণার। ফুটবল ম্যাচে প্রায় সময়ই দেখা যায় ম্যাচ চলাকালীন গোলকিপাররা সময় নষ্ট করার জন্য বল হাতে রাখেন দীর্ঘক্ষণ।
গোলরক্ষকদের সময় অপচয় ঠেকাতে ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন বোর্ডের (আইএফএবি) এই নতুন নিয়ম জারি করেছে। শনিবার আইএফএবি’র সভায় নতুন এই নিয়ম অনুমোদন করা হয়েছে। ফিফা ক্লাব বিশ্বকাপ থেকে এই নিয়ম কার্যকর শুরু হবে। আগামি জুনে শুরু হবে ক্লাব বিশ্বকাপ। ফিফায় অনুমতি পেয়েছে এই নিয়ম।
প্রতিপক্ষের ছন্দ নষ্ট করতে, এগিয়ে থাকা দল ম্যাচের সময় নষ্ট করতে ইচ্ছাকৃত ভাবে গোলরক্ষকরা বল হাতে রাখেন। তাতে বাধাগ্রস্ত হয় খেলার গতি। ৯০ মিনিটের ম্যাচে অতিরিক্ত সময় যোগ করেও,ক্ষতি পোষানো যায় না। এবার তাই বিকল্প পথে এগেলো ইন্টারন্যাশনাল ফুটবল অ্যাসোসিয়েশন।
গোলকিপারদের সময় নষ্টের ঘটনা প্রায় ঘটে। নানা কারণে তাদের শাস্তি দিতে পারেন না রেফারিরা। এবার তাই শাস্তি চালু হলো। শাস্তি স্বরুপ কর্নারের নিয়ম করেছে আইএফএবি। নির্ধারিত ৮ সেকেন্ড পেরুলেই শাস্তি দিতে পারবেন রেফারি। যদিও কর্নার সিদ্ধান্ত দেয়ার আগে ৫ সেকেন্ড থেকেই সতর্কতামূলক কাউন্টডাউন শুরু করবেন রেফারি।
ফুটবলে সময় নষ্টের কারণে কর্নার দেয়ার নিয়ম অনুমোদনের আগে, পরীক্ষামূলকভাবে এই নিয়ম চালু করা হয়েছিলো ইংল্যান্ডের লিগ টু, মাল্টা ও ইটালির ফুটবলে। ৪০০টিরও বেশি ম্যাচের পরীক্ষায় দেখা গেছে, ইংল্যান্ডে গোলকিপারের সময় নষ্টের কারণে কর্নার হয়েছে ৩টি। বিপরীতে মালটায় একটিও নয়। আবার ইটালিতে কর্নারের বদলে থ্রো’র শাস্তি দেয়া হয়েছিলো, যা কিনা মাত্র ১বার।
যদিও শাস্তি আগে ছিলো। তবে সেটা কঠিন হয়ে যাওয়ায় রেফারিরা বিতর্ক এড়িয়ে যেতে শাস্তি কার্যকর করতেন না। ফলে নতুন করে শান্তি যোগ করা হল। এর আগে গোলকিপার ৬ সেকেন্ডের বেশি সময় নষ্ট করলে প্রতিপক্ষকে পরোক্ষ ফ্রি কিক দেয়া হয়। পরোক্ষ ফ্রিকিকে গোলমুখে শট নেয়ার আগে আরেকজন ফুটবলারকে পা ছোঁইয়াতে হয়। এ ধরনের ঘটনায় গোল হওয়ার সম্ভাবনা বেশি থাকে বলে রেফারিরা এড়িয়ে যান এই শাস্তি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০