ফিফার পর এবার বাফুফে আজীবন নিষিদ্ধ করলো সোহাগকে

0
64

স্পোর্টস ডেস্ক:: বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের পরই প্রভাবশালী ছিলেন আবু নাঈম সোহাগ। ফিফার শাস্তি পাওয়ার পর এবার নিজের প্রতিষ্ঠানকেই পাশে পেলেন না তিনি। ফিফা দুই বছরের জন্য নিষিদ্ধ করেছিলো, বাফুফে আজীবনের জন্য নিষিদ্ধ করেছে আবু নাঈম সোহাগকে।

বাফুফে ভবনে জরুরী এক বৈঠকে বসে সংস্থাটির কার্যনির্বাহী পরিষদ ১০ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে একই সঙ্গে বাফুফে ভবনে আজীবনের জন্য আবু নাঈম সোহাগকে নিষিদ্ধ করেছে। একই সঙ্গে নতুন একজন সাধারণ সম্পাদকও নিয়োগ দেওয়া হয়েছে।

আবু নাঈম সোহাগকে ফিফা ২ বছরের জন্য নিষিদ্ধ করেছে অর্থ ছয় নয়ের কারণে। এরপরই দেশব্যাপী আলোচনা-সমালোচনার ঝড় শুরু হয়। অর্থের অভাবে সাফ জয়ী নারী দলকে মিয়ানমারে অলিম্পিকের বাছাইয়ে না পাঠানোর কারণে এমনিতেই সমালোচনার মধ্যে ছিলো বাফুফে। এর মধ্যেই সোহাগের দুর্নীতির খবর নতুন করে আলোচনায় আসে ফেডারেশন।

আবু নাঈম সোহাগকে আজীবনের জন্য নিষিদ্ধ করার বিষয়টি নিশ্চিত করে বাফুফের সিনিয়র সহ-সভাপতি সালাম মুর্শেদী সাংবাদিকদের বলেন, ‘(ফিফায়) যখন প্রমাণিত হয়েছে (সোহাগের অনিয়ম) তখন আজকে জরুরী সভায় সিদ্ধান্ত হয়েছে তাকে ভবিষ্যতে আর কোনো দিন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে কোনো স্থান (জায়গা) দেওয়া হবে না।’

বৈঠকে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আপাতত আগামি তিন মাসের জন্য ইমরান দায়িত্ব পেয়েছেন।

ফিফার ইনডিপেন্ডেন্ট এথিক্স কমিটি সোহাগকে ২ বছর নিষেধাজ্ঞার পাশাপাশি বাংলাদেশী মুদ্রায় প্রায় ১০ লাখ টাকা জরিমানা করেছে।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here