স্পোর্টস ডেস্ক:: বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বর্ষসেরা একাদশ ঘোষণা করেছে। বিশ্ব ফুটবলের দুই তারকা নেইমার ও ক্রিস্টিয়ানো রোনালদো জায়গা পেলেন না সেই একাদশে। ব্রাজিলিয়ান ও পর্তুগিজ দুই তারকার ফিফা একাদশে না থাকায় হতাশ সমর্থকেরা।
ফিফার বর্ষসেরা একাদশে জায়গা পেয়েছেন ইনজুরির জন্য বিশ্বকাপ মিস করা করিম বেনজেমা। ফুটবল বিশ্বকাপে চমক জাগানিয়া মরক্কোর তারকা আশরাফ হাকিমীও জায়গা পেয়েছেন বিশ্ব ফুটবলের নন্দিত তারকাদের দলে। ব্রাজিলিয়ান কাসেমিরো ও ক্রোয়েশিয়া লুকা মদ্রিচরা প্রত্যাশিত ভাবেই আছেন বর্ষসেরা একাদশে।
আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখা গোলরক্ষক মার্তিনেজেরও জায়গা হয়নি ফিফার বর্ষসেরা একাদশে। বর্ষসেরা গোলরক্ষকের পুরস্কার জেতা এই বিশ্বজয়ী গোলরক্ষক রাখা হয়েছে বর্ষসেরা একাদশের বাইরে।
ফিফার বর্ষসেরা একাদশ:: লিওনেল মেসি (আর্জেন্টিনা), থিবো কোর্তায়া (বেলজিয়াম), আশরাফ হাকিমী (মরক্কো), করিম বেনজেমনা (ফ্রান্স), ভার্জিল ফন ডাইক (নেদারল্যান্ডস), জোয়াও কানসেলো (পর্তুগাল), কেভিন ডি ব্রুইন (বেলজিয়াম), কাসেমিরো (ব্রাজিল), লুকা মদ্রিচ (ক্রোয়েশিয়া), কিলিয়ান এমবাপে (ফ্রান্স) আর্লিং হল্যান্ড (নরওয়ে)।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০00
Discussion about this post