স্পোর্টস ডেস্কঃ ২০২১ সালের বর্ষসেরা পুরুষ ফুটবল হওয়ার দৌড়ে থাকা ৭ জনের একটি তালিকা প্রকাশ করেছিল ফিফা। এবার সেখান থেকে সংক্ষিপ্ত করে ৩ জনের একটি তালিকা প্রকাশ করেছে ফিফা।
আর সেই তিন জনের সংক্ষিপ্ত তালিকায় নাম আছে ম্যানচেস্টার সিটির কোচ পেপ গার্দিওলা, চেলসি কোচ টমাস টুখেল ও ইতালির কোচ রবার্তো মানচিনি। বৃহস্পতিবার প্রকাশ করা হয় এই তিন জনের সংক্ষিপ্ত তালিকা।
সংক্ষিপ্ত তালিকায় বাদ পড়েছেন আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি, বায়ার্ন মিউনিখের সাবেক কোচ ও বর্তমান জার্মানির কোচ হ্যান্স ফ্লিক, ইন্টার মিলানের সাবেক কোচ ও টটেনহ্যামের বর্তমান কোচ অ্যান্তেনিও কন্তে এবং অ্যাতলেটিকো মাদ্রিদের কোচ দিয়েগো সিমিওনে।
ফিফার দেওয়া সংক্ষিপ্ত তালিকার মধ্যে একমাত্র জাতীয় দলের কোচ হলেন মানচিনি। যিনি কিনা ইতালিকে শিরোপা এনে দিয়েছেন ইউরো চ্যাম্পিয়নশিপের। গড়েছেন ৩৭ ম্যাচ অপরাজিত থাকার বিশ্বরেকর্ডও। বর্ষসেরা হবার দৌড়ে বেশ শক্ত অবস্থানেই আছেন তিনি।
এদিকে মৌসুমের মাঝপথেই দায়িত্ব নিয়ে টমাস টুখেল গেল ২০২০-২১ মৌসুমের চ্যম্পিয়ন্স লিগের শিরোপা জেতান চেলসিকে। এছাড়া একই মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন হয় পেপ গার্দিওলার ম্যান সিটি। সবকিছু ঠিক থাকলে আগামী ১৭ জানুয়ারি সুইজারল্যান্ডের জুরিখে দেওয়া হবে ফিফা বর্ষসেরার পুরষ্কার।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা