স্পোর্টস ডেস্ক: দল বদল নিয়ে সৃষ্ট জঠিলতার অবসান হয়নি দুই স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদের সমস্য। ফিফার কাছে নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিল করলেও তাতে কাজ হয়নি। ফিফার এমন সিদ্ধান্তকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন রিয়াল কোচ জিনেদিন জিদান।
ফিফার এই নিষেধাজ্ঞার কারণে কিশোর ফুটবলার কিনতে পারবে না রিয়াল মাদ্রিদ। আর তাতেই চটেছেন জিদান। কারণ, এই নিষেধাজ্ঞার কারণে তার দুই ছেলে রিয়ালের যুব দলে খেলতে পারবে না।
জিদান বলেছেন, এটি হাস্যকর যে তারা খেলতে পারবে না। আমি এটা বুঝতে পারছি না। এটি আমার কাছে বিরক্তিকর। এই নিষেধাজ্ঞা ন্যায়সঙ্গত নয়।
তবে জিদান মনে করছেন, এই নিষেধাজ্ঞা তার দলকে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা ধরে রাখতে বা লা লিগার শিরোপা খরা কাটাতে প্রভাব ফেলবে না। বর্তমানে তার যে স্কোয়াড আছে তাতে তিনি খুশি।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/ঢাটা/০০