নিজস্ব প্রতিবেদকঃ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ আফগানিস্তান জাতীয় ফুটবল দলকে স্বাগত জানায় বাংলাদেশ। বসুন্ধরা কিংস অ্যারেনায় রোববার সন্ধ্যায় শেষ ম্যাচটিতে কোনো গোল হয় নি। অর্থাৎ বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচটি গোলশূন্য ড্র’তে শেষ হয়েছে। একই মাঠে আরেকটি প্রীতি ম্যাচ খেলবে দু’দল।
প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ আয়োজিত হয় বসুন্ধরা কিংসের ঘরের মাঠ- কিংস অ্যারেনায়। কিন্তু নতুন ‘হোম’ ভেন্যুতে অভিষেকটা রাঙিয়ে রাখতে পারলেন না লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচের সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন বাংলাদেশের তরুণ ফরোয়ার্ড শেখ মোরসালিন। ৫৫ মিনিটে রাকিবের বাড়ানো বলে গোলরক্ষককে একা পেয়েও বল জালে পাঠাতে পারেননি তিনি।
এরপর সুযোগ মিস করেন রাকিবও। ৬২ মিনিটে ফয়সাল আহমেদ ফাহিমের ক্রস আফগানিস্তানের রক্ষণভাগের খেলোয়াড় হেড করে ফেরাতে ব্যর্থ হলে তিনি বল পেয়ে গিয়েছিলেন একেবারে ফাঁকায়। কিন্তু গোল করতে ব্যর্থ হন। ৭১তম মিনিটে এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল আফগানিস্তান। ডান প্রান্ত থেকে জেলফাগার নাজারির ক্রস থেকে হেড নেওয়ার সুযোগ ছিল মোস্তফা আজাদজয়ের সামনে। ফিফা প্রীতি ম্যাচে আফগানদের বিপক্ষে বাংলাদেশের পরের ম্যাচ আগামী ৭ সেপ্টেম্বর।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০