স্পোর্টস ডেস্ক:: আর্জেন্টিনায় শুরু হয়ে গেছে আগামির তারকা খুঁজার মিশন। ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ আগামির তারকাদের মঞ্চ। গত রাতে শুরু হওয়া যুব বিশ্বকাপে আজ রাতে মাঠে নামছে ব্রাজিল। বাংলাদেশ সময় রাত ৩টায় নেইমারদের উত্তরসূরীদের ম্যাচটি শুরু হবে।
ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের আয়োজক ছিলো ইন্দোনেশিয়া। কিন্তুু ইসরায়েল অংশ নেওয়াতে দেশটিতে বিক্ষোভ শুরু হলে আয়োজক দেশ পরিবর্তন করা হয়। যুব বিশ্বকাপের বাছাই পর্ব উতরাতে না পারা আর্জেন্টিনা ফিফাকে আয়োজক হওয়ার প্রস্তাব দেয়। তাদের প্রস্তাবও মেনে নেয় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। আয়োজক হওয়ায় বাছাই পর্ব ছাড়াই সরাসরি খেলার সুযোগ পেয়েছে আর্জেন্টিনা।
স্বাগতিক আর্জেন্টিনা পড়েছে ‘এ’ গ্রুপে। তাদের গ্রুপ সঙ্গী নিউজিল্যান্ড, উজবেকিস্তান ও গুয়েতেমালা। বি গ্রুপে যুক্তরাষ্ট্র, ইকুয়েডর, ফিজি ও স্লোভাকিয়া; সি গ্রুপে সেনেগাল, জাপান, ইসরায়েল ও কলম্বিয়া; ডি গ্রুপে ব্রাজিল, ইতালি, নাইজেরিয়া ও ডমিনিকান রিপাবলিক; ই গ্রুপে উরুগুয়ে, ইরাক, ইংল্যান্ড, তিউনিসিয়া এবং এফ গ্রুপে ফ্রান্স, দক্ষিণ কোরিয়া, গাম্বিয়া ও হন্ডুরাস।
‘ডি’ গ্রুপে থাকা ব্রাজিল আজ রাত তিনটায় মুখোমুখি হবে ইতালীর। আর্জেন্টিনার এস্তাদিও মালভিনাস স্টেডিয়ামে অনুষ্টিত হবে ম্যাচটি। রাত ১২টায় অন্য ম্যাচে নাইজেরিয়ার প্রতিপক্ষ ডমিনিক রিপাবলিক। একই সময়ে ইসরাইলের মুখোমুখি হবে কলম্বিয়া। রাত ৩টায় জাপানের প্রতিপক্ষ সেনেগাল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০
Discussion about this post