ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশের উন্নতি, রেটিং পয়েন্ট কমল ব্রাজিলের

0
417

স্পোর্টস ডেস্কঃ ফিফা র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছে বাংলাদেশ ফুটবল দল। সদ্য হালনাগাদকৃত ফিফা র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগিয়েছে বেঙ্গল টাইগাররা। আগে ১৮৯ নম্বর স্থানে থাকা বাংলাদেশ নতুন র‍্যাঙ্কিং অনুযায়ী আছে ১৮৩তম স্থানে।

সম্প্রতি ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের প্রিলিমিনারি রাউন্ডে ঘরের মাঠ বসুন্ধরা কিংস অ্যারেনায় মালদ্বীপের বিপক্ষে ২-১ ব্যবধানে জয় পেয়েছিল বাংলাদেশ। এই জয়ে ফিফা ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করেছে লাল-সবুজরা।

র‍্যাঙ্কিংয়ে ৬ ধাপ এগোল বাংলাদেশ। শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা, এগিয়েছে পর্তুগাল ও স্পেন। এদিকে তিন নম্বরে থাকলেও রেটিং পয়েন্ট কমেছে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের। অক্টোবরের বিশ্বকাপ বাছাইয়ে হার দেখা সেলেসাওরা হারিয়েছে ২৫.৪১ পয়েন্ট।

র‍্যাঙ্কিংয়ে ইংল্যান্ড, বেলজিয়াম, পর্তুগালের অবস্থান যথাক্রমে চার, পাঁচ ও ছয়ে। নেদারল্যান্ডস ও স্পেন আছে যথাক্রমে ৭ ও ৮-এ। ইউরো ২০২০ শিরোপাজয়ী ইতালির অবস্থান নবম। ক্রোয়েশিয়া ১০-এ। এশিয়ার দেশগুলোর শীর্ষে আছে জাপান (১৮তম)। এরপরে ইরান (২১) এবং দক্ষিণ কোরিয়া (২৪)।

অন্যদিকে দক্ষিণ এশিয়ার মধ্যে সবার ওপরে ভারত (১০২)। ৫ বছর পর আন্তর্জাতিক ফুটবলে প্রথম জয় পেয়ে ৪ ধাপ ১৯৩তম স্থানে উঠে এসেছে পাকিস্তান। এগিয়েছে ৪ ধাপ। ১৯৭ থেকে ১৯৩তম স্থানে উঠে এসেছে তারা। দীর্ঘদিন ফিফার নিষেধাজ্ঞায় ছিল দলটি। এবার নিষেধাজ্ঞা থেকে মুক্তি পেয়ে দারুণ সুখবর পেলো দক্ষিণ এশিয়ার দেশটি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here