স্পোর্টস ডেস্কঃ ম্যানচেস্টার সিটি ছাড়লেন রিয়াদ মাহরেজ। আলজেরিয়ান এই ফরোয়ার্ডের নতুন ঠিকানা সৌদি প্রো লিগের ক্লাব আল আহলি। শুক্রবার এক বিবৃতিতে রিয়াদকে দলে নেওয়ার খবর জানিয়েছে ক্লাবটি। যদিও পারিশ্রমিকের বিষয়ে কিছু জানানো হয় নি উভয়পক্ষের কাছ থেকে।
নতুন ক্লাবে রিয়াদ সতীর্থ হিসেবে পাবেন এদুয়ার্দ মেন্দি ও রবার্ত ফিরমিনোকে। কদিন আগে চেলসি ছেড়ে এই ক্লাবে যোগ দিয়েছেন সেনেগালের গোলকিপার মেন্দি ও লিভারপুল ছেড়ে যাওয়া ফিরমিনো। চার বছরের জন্য নতুন ঠিকানা আল আহলিতে যোগ দিয়েছেন রিয়াদ।
২০১৮ সালে লেস্টার সিটি থেকে ম্যানচেস্টার সিটিতে যোগ দেন রিয়াদ। ম্যানচেস্টারের দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৩৬ ম্যাচে ৭৮ গোল করেন তিনি। সতীর্থের গোলে সহায়তা করেন ৫৯টিতে। গত মৌসুমে এফএ কাপ জয়ের পথে সেমি-ফাইনালে করেন হ্যাটট্রিক।
সিটিতে গত পাঁচ বছরে ১১টি ট্রফি জিতেছেন ৩২ বছর বয়সী রিয়াদ। এই আলজেরিয়ান পেপ গার্দিওলার অধীনে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছেন ৪টি। এছাড়াও লিগ কাপ জিতেছেন ৩টি, এফএ কাপ দুটি এবং চ্যাম্পিয়ন্স লিগ ও কমিউনিটি শিল্ড ১টি করে।
এদিকে আল আহলিতে আগেই যোগ দেওয়া ফিরমিনো লিভারপুলে আট মৌসুম কাটিয়েছেন। অল রেডদের হয়ে ৩৬২ ম্যাচে করেছেন ১১১টি গোল। এর আগে ২০১১ সালে তিনি যোগ দেন জার্মান ক্লাব হফেনহাইমে। পরে ২০১৫ সালে তাকে দলে নেয় লিভারপুল।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post