ফিরলেন অ্যান্ডারসন

0
14

স্পোর্টস ডেস্ক: ইনজুরি কাটিয়ে দীর্ঘ দিন পর দলে ফিরলেন কোরি অ্যান্ডারসন। ভারত সফরে পাঁচ ম্যাচের ওডিআই সিরিজ সামনে রেখে তাকে ওডিঅাই স্কোয়াডে রেখেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)।

কেবলমাত্র বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবেই মাঠে নামবেন ২৫ বছর বয়সী এ অলরাউন্ডার। গত ৩০ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে (টি-২০ বিশ্বকাপের সেমিফাইনাল) সবশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন অ্যান্ডারসন। পিঠের ইনজুরিতে ছিটকে পড়েন জিম্বাবুয়ে ও দক্ষিণ আফ্রিকা সফর থেকে।

গত সপ্তাহে লিংকনে তিনটি পঞ্চাশ ওভারের প্রস্তুতিমূলক ম্যাচ খেললেও বোলিং করতে পারেননি।

নিউজিল্যান্ড টেস্ট স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, মার্ক ক্রেইগ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, জেমস নিশাম, হেনরি নিকোলাস, লুক রনকি, মিচেল স্যান্টনার, ইস সোধি, রস টেইলর, নেইল ওয়েগনার ও বিজে ওয়াটলিং।

নিউজিল্যান্ড ওডিআই স্কোয়াড: কেন উইলিয়ামসন (অধিনায়ক), কোরি অ্যান্ডারসন, ট্রেন্ট বোল্ট, ডগ ব্রেসওয়েল, অ্যান্টন ডেভচিচ, মার্টিন গাপটিল, ম্যাট হেনরি, টম লাথাম, জেমস নিশাম, লুক রনকি, মিচেল স্যান্টনার, ইশ শোধি, টিম সাউদি, রস টেইলর, বিজে ওয়াটলিং।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/বা/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here