ফিরলেন পাওয়ার প্লেতেই, সুযোগ কাজে লাগাতে পারলেন না বিজয়-মুনিম

0
19

স্পোর্টস ডেস্ক:: ছয় বছর পর একাদশে সুযোগ পেয়েও ব্যর্থ হলেন এনামুল হক বিজয়। ব্যর্থতার খাতায় নাম তুলেছেন মুনিম শাহরিয়ারও। দু’জনকেই স্বাধীন ভাবে খেলার সুযোগ দিয়েছিলো টিম ম্যানেজম্যান্ট। প্রত্যাশা ছিলো তারা দ্রুত রান তুলবেন। পাওয়ার প্লে কাজে লাগাবেন।

তবে দু’জনেই ব্যর্থ হয়েছেন। পাওয়ার প্লেতেই ফিরেছেন মুনিম-বিজয়। ইনিংসের তৃতীয় বলেই দলীয় ২ রানে প্রথম উইকেট হারায় টাইগাররা। ২ রান তুলেই প্রথম ওভারে সাজঘরে ফিরে যান মুনিম শাহরিয়ার। তার বিদায়ের পর উইকেটে আসেন সাকিব আল হাসান।

বিজয়কে নিয়ে সাকিব দ্রুতই রান তুলতে থাকেন। মারমুখী হয়ে উঠা সাকিবকে সঙ্গ দিতে পারেননি বিজয়। দলীয় ৩৬ রানেই দ্বিতীয় উইকেট হারায় টাইগাররা। চতুর্থ ওভারের তৃতীয় বলেই ব্যক্তিগত ১৬ রানে তিনি ফিরেন সাজঘরে। ১০ বলের ইনিংসেও অবশ্য তিন বাউন্ডারি হাঁকিয়েছেন তিনি। এলবিডাব্লিউ’র ফাঁদে পড়েন তিনি। রিভিউ নিয়েও বাঁচতে পারেননি।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ৩.৫ ওভারে ৪০ রানে ২ উইকেট। ১৮ রানে সাকিব ও ৪ রানে লিটন দাস ব্যাট করছেন। টস হেরে ব্যাট করতে নামে বাংলাদেশ। স্বাগতিক অধিনায়ক নিকোলাস পুরান টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ডোমিনিকায় নির্ধারিত সময়ে ম্যাচ মাঠে না গড়ানোয় ওভার কর্তন হয়েছে। আম্পায়াররা জানিয়েছেন প্রতি ইনিংস হবে ১৬ ওভারের।

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের একাদশে রাখা হয়েছে ৩ স্পিনার ও ২ পেসার। শেষ সময়ে দলে যুক্ত হওয়া তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ সুযোগ পাননি। জায়গা মেলেনি মোসাদ্দেক হোসেনেরও। তবে এনামুল হক জায়গা পেলেন টি-টোয়েন্টি একাদশেও। এই সংস্করণে দেশের হয়ে সবশেষ তিনি খেলেছিলেন ২০১৫ সালে।

বাংলাদেশ দল একাদশঃ মাহমুদউল্লাহ (অধিনায়ক), মুনিম শাহরিয়ার, লিটন দাস, এনামুল হক, সাকিব আল হাসান, আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও নাসুম আহমেদ।

উইন্ডিজ একাদশঃ কাইল মায়ার্স, ব্রেন্ডন কিং, শামাহ ব্রুকস, নিকোলাস পুরান, রভম্যান পাওয়েল, ডেভন থমাস, ওডেন স্মিথ, রোমারিও শেফার্ড, আকিল হোসেন, ওবেড ম্যাককয় ও হেইডেন ওয়ালশ।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/০০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here