নিজস্ব প্রতিবেদকঃ ভারতের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ডিসেম্বরের শুরুতে হতে যাওয়া সিরিজে স্বাভাবিকভাবেই যেখানে দলকে নেতৃত্ব দেবেন বাঁহাতি ওপেনার তামিম ইকবাল।
এই সিরিজ দিয়ে আবারও দীর্ঘ দিন পর ওয়ানডে খেলতে নামবে টাইগার শিবির। এই সিরিজে দলে বড় কোনো চমক নেই। তবে যদি সেটা থেকে থাকে, একমাত্র চমক হলো মোসাদ্দেক হোসেন সৈকতের না থাকা। সবশেষ জিম্বাবুয়ে সফরের দল থেকে বাদ পড়েছেন আরও দুইজন। তারা হলেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম।
এই তিন জনই জিম্বাবুয়ে সফরে ওয়ানডে দলে ছিলেন। তবে জায়গা হয়নি ভারত সিরিজে। তারা জায়গা না পেলেও, টিকে গেছেন নাজমুল হোসেন শান্ত। এছাড়া দলে ফিরেছেন সাকিব আল হাসান। জিম্বাবুয়ে সফরে ছিলেন না তিনি। ইনজুরির কারণে খেলা হয়নি ইয়াসির আলি রাব্বি ও নুরুল হাসান সোহানেরও। তারা দুজনেও ফিরেছেন ভারত সফরের দলে।
উল্লেখ্য, আগামী ৪ ডিসেম্বর সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত। পরবর্তীতে ৭ ও ১০ ডিসেম্বর সিরিজের বাকি দুই ওয়ানডে খেলবে দুই দল। সিরিজের প্রথম দুই ওয়ানডে অনুষ্ঠিত হবে মিরপুরের শের-ই বাংলায় হোম অব ক্রিকেটে। আর তৃতীয় এবং শেষ ওয়ানডে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।
১৬ সদস্যের বাংলাদেশ দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন কুমার দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরি রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত, কাজী নুরুল হাসান সোহান।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/সা