নিজস্ব প্রতিবেদক: আফঘানিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ব্যাটিং বিপর্যয়ে পড়েছে বাংলাদেশ। পরপর বেশ কয়েকটি হারিয়ে ব্যাটিংয়ে ধুকছে টাইগাররা। এরই মধ্যে ৩২ ওভারে ১শ৩৮ রানে হারিয়েছে ৬ টি উইকেট।
বাংলাদেশের দলীয় ১শ৩৮ রানে মোহাম্মদ নবীর বলে এলবিডব্লিউর ফাঁদে পড়ে ফিরে গেছেন সাকিব। ব্যাক্তিগত ১৭ রানে তিনি ফিরে যান প্যাভালিয়ানে। এরপর পরই সাব্বির রহমান ব্যক্তিগত ৪ রানে রাশিদের এলবিডব্লিউর ফাঁদে পড়েন।
বাংলাদেশের সংগ্র ৩২ ওভারে ১শ ৩৮ রান। মোসেদ্দেককে সঙ্গ দিতে ব্যাটিংয়ে নেমেছেন মাশরাফি।
টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশ এরই মধ্যে হারিয়েছে চারটি উইকেট। তামিম ইকবাল ও সৌম্য সরকার ২০ রান করে আউট হয়েছেন। দু’জনই আউট হয়েছেন আশরাফের বলে। মাহমুদুল্লাহ ২৫ রান করে নাবিনে বলে বোল্ড হয়ে যান। মুশফিকুর রহিম ৩৮ রানে রহমত শাহর বলে আউট হন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/০০