স্পোর্টস ডেস্কঃ নিউজিল্যান্ডের বিপক্ষে রোববার ভারতের ফিল্ডিং কিছুটা যেন অচেনাই লেগেছে। তৃতীয় উইকেটে রাচিন রবীন্দ্র-ড্যারিল মিচেলের ১৫৯ রানের জুটি গড়ার পথে ক্যাচ পড়েছে ৩টি। যার মধ্যে ব্যক্তিগত ১২ রানের সময় রবীন্দ্র কাট শট খেলেন মোহাম্মদ শামিকে। পয়েন্টে দাঁড়িয়ে সহজ ক্যাচ মিস করেছেন রবীন্দ্র জাদেজা।
রবীন্দ্র পরে আউট হয়েছেন ৭৫ রানে। আর ব্যক্তিগত ৫৯ ও ৬৯ রানে মিচেলের দুইটি ক্যাচ ছেঢ়েছেন লোকেশ রাহুল ও জসপ্রীত বুমরা। ফিল্ডিং আরও ভালো দরকার বলে মনে করেন ভারতের অধিনায়ক রোহিত শর্মা। এদিকে কিউইদের বিপক্ষে বাজে ফিল্ডিং হলেও দাপুটে জয় পায় ভারত। ৪ উইকেটে ম্যাচ জেতে তারা।
দলের ফিল্ডিং নিয়ে ভারতীয় অধিনায়ক রোহিত বলেন, ‘ফিল্ডিং আমাদের গর্ব করার জায়গা। তবে আজ (গতকাল) ফিল্ডিং আশানুরূপ হয়নি। রবীন্দ্র জাদেজা বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার। এসব হতেই পারে (ক্যাচ মিস)। আমরা জানি যে ফিল্ডিংই সামনে অনেক পার্থক্য গড়ে দেবে।’
গতকাল ধর্মশালায় নিউজিল্যান্ডের করা ২৭৩ রানের জবাবে জয়ের ভিত তৈরি করে দেন বিরাট কোহলি। আসরে টানা পাঁচ জয় পেয়ে যায় ভারত। চলতি বিশ্বকাপে এ নিয়ে পাঁচ ম্যাচের সবকটি জিতল তারা। এদিকে চার ম্যাচ জয়ের পর হারের তেতো স্বাদ পেল গত দুই আসরের রানার্স-আপরা। টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে এখনো অপরাজিত থাকা রোহিত শর্মার দল ৫ খেলায় ১০ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে। ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয়স্থানে নিউজিল্যান্ড।
Discussion about this post