স্পোর্টস ডেস্কঃ যে দলের সুপার এইটে যাওয়া নিয়েই ছিল শঙ্কা, সেই ইংল্যান্ড এবার দারুণ জয় দিয়ে দ্বিতীয় পর্ব শুরু করেছে বিশ্বকাপে। সাবেক চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে ৮ উইকেটের বিশাল ব্যবধানে হারিয়ে সুপার এইট শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়নরা। ব্যাট হাতে ঝড় তুলেছেন ফিল সল্ট।
সেন্ট লুসিয়ায় ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। শুরু থেকেই দারুণ করেছিল দলটি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রানে থামে স্বাগতিকদের ইনিংস। ক্যারিবিয়ানদের হয়ে ৩৪ বলে ৪ বাউন্ডারি ও ১ ছক্কায় সর্বোচ্চ ৩৮ রানের ইনিংস খেলেন ওপেনার জনসন চার্লস।
৫ ছক্কায় ১৭ বলে ৩৬ রানের ক্যামিও ইনিংস খেলেন অধিনায়ক রোভম্যান পাওয়েল। সমান ৩৬ রান করলেও, নিকোলাস পুরান এর জন্য খেলেন ৩২টি বল। ইনিংসের শুরুতে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়ার আগে ব্রেন্ডন কিংস ২৩ আর ইনিংসের শেষ দিকে ২৮ রানের ক্যামিও খেলে অপরাজিত থাকেন শেরফানে রাদারফোর্ড।
ইংল্যান্ডের হয়ে আর্চার, রশিদ, মঈন ও লিভিংস্টোন ১টি করে উইকেট লাভ করেন।
১৮১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই আগ্রাসী ইংলিশদের দুই ওপেনার ফিল সল্ট ও জস বাটলার। ৬৭ রানের উদ্বোধনী জুটি গড়েন দুজনে। ২৫ রান করে অধিনায়ক বাটলার বিদায় নিলে ভাঙে সেই জুটি। দ্রুতই ফিরেন উইকেটে আসা মঈন আলিও (১৩)। তবে তৃতীয় উইকেটে জনি বেয়ারস্টোকে সাথে নিয়ে ৯৭ রানের অবিচ্ছিন্ন ঝড়ো এক জুটি গড়ে দলকে একেবারে জিতিয়ে মাঠ ছাড়েন ফিল সল্ট।
৪৭ বলে ৭ চার ও ৫ ছক্কায় ৮৭ রানের বিস্ফোরক ইনিংস খেলে অপরাজিত থাকেন ফিল সল্ট। একইসাথে ২৬ বলে ৫ বাউন্ডারি ও ২ ছক্কায় ৪৮ রানের ঝড়ো ইনিংস খেলে অপরাজিত থাকেন জনি বেয়ারস্টো।
উইন্ডিজের হয়ে আন্দ্রে রাসেল ও রোস্টন চেজ একটি করে উইকেট লাভ করেন।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/সা
Discussion about this post