নিজস্ব প্রতিবেদকঃ সিলেটে আজ (শুক্রবার) থেকে শুরু হচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ম্যাচ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ রংপুর রাইডার্স ও সিলেট স্ট্রাইকার্সের ম্যাচ হওয়ার টিকিটের চাহিদা বেশি। গতকাল (বৃহস্পতিবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের প্রধান ফটকের সামনের টিকেট কাউন্টারে এবং সিলেট জেলা স্টেডিয়ামের টিকেট কাউন্টারের ৬টি বুথে টিকিট বিক্রির সময় টিকিট প্রত্যাশী দর্শকদের দীর্ঘ লাইন দেখা যায়। এক ঘন্টার মধ্যে ২০০ টাকা ও ৩০০ টাকার টিকিট শেষ হয়ে যায় বলে জানিয়েছেন দর্শকরা।
শুক্রবারও নির্দিষ্ট টিকিট কাউন্টারে ভিড় করেছেন সিলেটের ক্রিকেটপ্রেমীরা। বিপিএলে কখনও ফাইনাল খেলতে না পারা সিলেট স্ট্রাইকার্স এবার স্বপ্ন দেখাচ্ছে শিরোপা জেতার। এখন পর্যন্ত ৭ ম্যাচ খেলে ৬ জয় নিয়ে এখন টেবিল টপার চায়ের দেশ নামে পরিচিত শহরটি। মাশরাফী বিন মোর্ত্তজার নেতৃত্বে তৌহিদ হৃদয়- নাজমুল হোসেন শান্তদের দারুণ পারফরম্যান্সে তাই সিলেটের মানুষ হুমড়ি খেয়ে পড়ছে টিকেটের জন্য। শুক্রবার ভোরে সিলেট জেলা স্টেডিয়ামে পাওয়া যায় একাধিক টিকিট প্রত্যাশী, যারা সারা রাত মূল ফটকের বাহিরের ফুটপাতে ঘুমিয়ে ছিল। সকাল হলেই যাতে লাইনে দাঁড়িয়ে আগে টিকিট কিনতে পারে সেজন্য।
ভোর ৬টায় সিলেট জেলা স্টেডিয়ামে মুল ফটকে দেখা যায় কয়েকজন টিকিট প্রত্যাশীদের যারা কনকনে শীতের এই রাত এখানেই কাটিয়েছেন। এসএনপিস্পোর্টসের কাছে রাকিব নামের এক ক্রিকেটপ্রেমী বলেন, ‘গতকাল আমরা অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে টিকিট পাইনি। ভেবেছিলাম বন্ধের দিন তাই নিজের শহরের খেলা দেখবো আর গলা ফাঁটাবো। কিন্তু টিকেটই পেলাম না। কাউন্টারে গেলে তারা বলছে সব বিক্রি হয়ে গেছে। তবে আমাদের মনে হয় তারা কিছু টিকেট কালোবাজারিদের হাতে তুলে দিয়েছে। আমরা আশা করে এসেছি এখানে আজ টিকিট পাব। রাত থেকেই আমরা এখানে আছি। বন্ধুদের সাথে গল্পে আড্ডায় সময় কেটেছে। তবে শীতও অনেক এখানে। বেশ কষ্ট করতে হয়েছে। জেলা স্টেডিয়ামের মেইন গেইটের ফুটপাতেই ছিলাম আমরা। কষ্ট করে হলেও যদি টিকিট পাই তাহলে প্রিয় সিলেট দলের খেলাটা মাঠে বসে দেখতে পারব।’
সকাল ৮টার আগে সিলেট জেল স্টেডিয়ামের টিকিট কাউন্টারের সামনে টিকিট প্রত্যাশীদের সংখ্যা প্রায় হাজার ছাড়িয়েছে। সময় বাড়ার সাথে সাথে বাড়ছে ক্রিকেটপ্রেমীদের সংখ্যা। সিলেট পর্বের ম্যাচগুলো সর্বনিম্ন ২০০ টাকায় ওয়েস্টার্ন গ্যালারি ও গ্রিন হিল এরিয়া, ৩০০ টাকায় ইস্টার্ন গ্যালারি, এ ছাড়া ৫০০ টাকায় ক্লাব হাউজের ও ১৫০০ টাকার বিনিময়ে গ্র্যান্ড স্ট্যান্ডে বসে খেলা দেখতে পারবে ক্রিকেট ভক্তরা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/১১০
Discussion about this post