স্পোর্টস ডেস্কঃ ফুটবলকে বিদায় চিরসবুজ জিয়ানলুইজি বুফনের। ৪৫ বছর বয়সে পেশাদার ফুটবলকে বিদায় জানালেন ইতালির কিংবদন্তি গোলকিপার। এর আগে ১৯৯৫ সালের নভেম্বরে সিনিয়র ফুটবল ক্যারিয়ারের অভিষেক হয় তাঁর। ২০০১ সালে তিনি তখনকার সময়ের রেকর্ড ট্রাসফার ফি-তে জুভেন্টাসে যোগ দেন।
তুরিনের বুড়িদের জার্সিতে বুফন ১৭ বছরের ক্যারিয়ারে ১০ বার সিরি’আ জেতার পাশাপাশি সুপারকোপা ইতালিয়া ও কোপা ইতালিয়া জিতেছেন ১৩ বার। চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও খেলেছেন তিনবার। ২০১৮ সালে জুভেন্টাস ছেড়ে পিএসজিতে যোগ দিয়ে এক মৌসুম খেলেছিলেন, সেখানেও জিতেছেন লিগ।
২০১৯ সালে আবারও জুভেন্টাসে ফিরেন বুফন। এরপর ২০২১ সালে শৈশবের ক্লাব পার্মাতে ফিরে যান তিনি। আর সেখান থেকেই দিলেন অবসরের ডাক। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে ছোট্ট বার্তায় তিনি জানান অবসরের কথা, ‘এখানেই শেষ বন্ধুরা! আপনারা আমাকে সবকিছু দিয়েছেন। আমিও আপনাদের সবকিছু দিয়েছি। আমরা একসঙ্গে তা করেছি।’
ইতালি জাতীয় দলের জার্সিতে ১৯৯৭ থেকে ২০১৮ পর্যন্ত খেলেন রেকর্ড ১৭৬ ম্যাচ। ২০০৬ সালে পান বিশ্বকাপ জয়ের স্বাদ।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post