ফুটবলকে বিদায় বললেন হ্যাজার্ড

0
20

স্পোর্টস ডেস্কঃ সবধরনের ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন ইডেন হ্যাজার্ড। গত ডিসেম্বরে জাতীয় দলকে বিদায় বলা এই ফরোয়ার্ড মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমের এক পোস্টে ফুটবল থেকে সরে যাওয়ার ঘোষণা দিলেন। মাত্র ৩২ বছর বয়সে সরে যাওয়াকে সঠিক সময় বলছেন বেলজিয়ান এই তারকা।

সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্টাগ্রামে আজ হ্যাজার্ড লিখেছেন, ‘আপনাকে অবশ্যই নিজের কথা শুনতে হবে এবং ঠিক সময়ে থামতে হবে। ১৬ বছর আমি ৭০০ ম্যাচ খেলেছি। পেশাদারি ফুটবলার হিসেবে আমার ক্যারিয়ারের ইতি টানার সিদ্ধান্ত নিলাম।’

ক্যারিয়ারে হ্যাজার্ড প্রিমিয়ার লিগ, ইউরোপা লিগ ও লা লিগা জিতেছেন। গত মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছাড়ার পর তাঁকে আর কোনো ক্লাবের জার্সিতে দেখা যায়নি। ইনস্টাগ্রাম পোস্টে আজ সাবেক চেলসি তারকা আরও লিখেছেন, ‘আমি ভাগ্যবান যে, ক্যারিয়ারে সেরা কোচ ও সতীর্থদের সাক্ষাৎ পেয়েছি।’

পেশাদার ক্যারিয়ারের জন্য সবাইকে ধন্যবাদ জানাতে ভুলেন নি হ্যাজার্ড। তিনি লিখেন, ‘দুর্দান্ত কিছু সময়ের জন্য সবাইকে ধন্যবাদ। আমি সবাইকে মিস করব। আমার পরিবার, বন্ধু উপদেষ্টা এবং ভালো ও খারাপ সময়ে যারা আমার খুব কাছাকাছি ছিল তাদের বিশেষ ধন্যবাদ।’

২০১৯ সাল পর্যন্ত চেলসিতে থাকাকালে হ্যাজার্ড ছিলেন ইংলিশ ক্লাবটির প্রাণভোমরা। যদিও সেই ফর্ম নিয়ে যেতে পারেননি মাদ্রিদে। স্ট্যামফোর্ড ব্রিজে থাকতে দুটি প্রিমিয়ার লিগ জিতেছেন, ৩৫২ ম্যাচে করেছেন ১১০ গোল। পরবর্তীতে ৮৯ মিলিয়ন পাউন্ডে তিনি মাদ্রিদে যোগ দেন।

চার বছরে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে মাত্র ৫৪টি লিগ ম্যাচ খেলেছেন হ্যাজার্ড। যার মধ্যে ২০২২-২৩ মৌসুমে মাত্র ৬টি। চোট ও ফর্মহীনতার কারণে অধিকাংশ সময় তাকে বেঞ্চে বসে কাটাতে হয়েছে। এর আগে তার ক্যারিয়ার শুরু হয়েছিল ফরাসি ক্লাব লিলের হয়ে। দলটির হয়ে ১৪৯ ম্যাচে তিনি গোল করেন ৫০টি।

এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here