স্পোর্টস ডেস্কঃ পেশাদার ক্যারিয়ার থামিয়ে অবশেষে ৪১ বছর বয়সে অবসরের ঘোষণা দিলেন সুইডিশ তারকা জ্লাতান ইব্রাহিমোভিচ। নেদারল্যান্ডস, ইতালি, স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড ও যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্লাবের হয়ে শেষ পর্যন্ত সমাপ্তি টানলেন এসি মিলানে। নামের পাশে ৯৮৮ ম্যাচ, ৫৭৩ গোল আর ৩২টি ট্রফি নিয়ে।
বিদায়ী ম্যাচ শেষে ইব্রা বলেন, ‘এমনকি আমার পরিবারও এটি (অবসর) জানত না। কারণ আমি চেয়েছিলাম, যখন অবসরের ঘোষণা দেব, সবাই একসঙ্গেই তা জানতে পারবে। ফুটবলকে বিদায় বলছি, তবে আপনাদেরকে (মিলান) নয়। প্রথমবার যখন এখানে এসেছিলাম, তখন আপনারা আমাকে খুশি করেছিলেন। দ্বিতীয় দফায় আপনারা আমাকে উপহার দিয়েছেন ভালোবাসা।’
২৪ বছরের ঘটনাবহুল পেশাদার ক্যারিয়ার থামিয়ে ইব্রা বলেন, ‘পরিবারকে ধন্যবাদ জানাতে চাই। ধন্যবাদ জানাতে চাই আমার দ্বিতীয় পরিবার-খেলোয়াড়দের। কোচ এবং স্টাফদেরও তাদের দায়িত্বের জন্য ধন্যবাদ, সুযোগ দেওয়ার জন্য ক্লাব পরিচালকদেরও। আর হৃদয় থেকে সবচেয়ে বড় ধন্যবাদ জানাই ভক্তদের।’
১৯৯৯ সালে স্বদেশী ক্লাব মালমে এফএফ দিয়ে ইব্রার পথচলা শুরু। এরপর আয়াক্স হয়ে খেলেছেন জুভেন্টাস, ইন্টার মিলান, বার্সেলোনা, এসি মিলান, পিএসজি, ম্যানচেস্টার ইউনাইটেড, এলএ গ্যালাক্সিতে। ২০১৯ সালের ডিসেম্বরে দ্বিতীয় দফায় মিলানে ফেরেন তিনি ৬ মাসের চুক্তিতে। এবার সেখান থেকেই বিদায় নিলেন ইব্রা।
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০
Discussion about this post