আর্জেন্টিনা জাতীয় দলে ২০০৪ সালে অভিষেকে হয় তেভেজের। জাতীয় দল ক্যারিয়ারে ৭৫টি আন্তর্জাতিক ম্যাচ খেলেন তিনি। এথেন্স অলিম্পিকসে সোনার পদক জয়ী আর্জেন্টিনা দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন এই ফরোয়ার্ড।
ক্লাব ক্যারিয়ারে তেভেজ খেলেছেন ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, জুভেন্টাস, ওয়েস্ট হ্যামের মত ইউরোপ সেরা ক্লাবে। এছাড়া আর্জেন্টাইন ক্লাব বোকা, ব্রাজিলিয়ান ক্লাব করিন্থিয়ান্সে খেলেছেন তিনি। চাইনিজ সুপার লিগেও এক মৌসুম খেলেন তেভেজ।
নিজের অবসর বিষয়ে তেভেজ বলেন, ‘আমি অবসর নিয়েছি। এটা নিশ্চিত। আমি অনেক প্রস্তাব পেয়েছি। যুক্তরাষ্ট্র থেকেও আমার কাছে প্রস্তাব এসেছিল। কিন্তু সব শেষ। আমি আমার সবকিছু দিয়ে দিয়েছি। গত বছর আমার পক্ষে খেলা খুব কঠিন ছিল।’
এসএনপিস্পোর্টসটোয়েন্টিফোরডটকম/নিপ্র/ডেস্ক/১১০