নিজস্ব প্রতিবেদকঃ শক্তিশালী মালেশিয়াকে পাত্তাই দিল না বাংলাদেশ। ঘরের মাঠে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে তাদেকে ৬-০ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে সাবিনা-আঁখিরা। মালয়েশিয়ার জালে গোল উৎসব করেছে বাংলাদেশ।
দুর্দান্ত জয়ের পর বাংলাদেশ কোচ গোলাম রব্বানী ছোটন জানালেন পরিকল্পনা অনুযায়ী খেলছে তার দল। ছোটন বলেন, ‘মেয়েরা উন্নতি করেছে, এটাই সন্তুষ্টির জায়গা। সবচেয়ে ভালো দিক যে মেয়েরা ৯০ মিনিট খেলার মধ্যে থাকে। আসলে ম্যাচ হবে প্রতিযোগিতামূলক এবং মেয়েরা উন্নতি করছে।’
ছোটন আরো বলেন, ‘যখন ভুল হয়েছে, তখন এটা নিয়ে কাজ করেছি। ভুল কম হলেই ভালো করা সম্ভব। আমরা পরিকল্পনা অনুযায়ীই খেলেছি যার ফলে এই জয়। মেয়েরা পুরোটা সময় পরিকল্পনা অনুযায়ীই খেলার মধ্যে ছিল।’
ফিফা র্যাঙ্কিংয়ে বাংলাদেশের চেয়ে ৬১ ধাপ এগিয়ে মালয়েশিয়া। আগামী রোববার দ্বিতীয় প্রীতি ম্যাচে মুখোমুখি হবে দুই দল। কমলাপুরের টার্ফেই হবে এই ম্যাচ। যদিও এই মাঠের টার্ফ নিয়ে কোনো অভিযোগ নেই মালয়েশিয়া কোচ জ্যাকব জোসেফের।